বহিরাগতরা কলেজে ঢুকে মাঝে মধ্যেই গণ্ডগোল পাকাচ্ছে। কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। এমনই অভিযোগ তুলে বুধবার সারেঙ্গায় পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা প্রতিবাদ মিছিল করলেন। কলেজের ছাত্র সংসদের দখলে রয়েছে টিএমসিপি। |
পথে নেমে প্রতিবাদ। বুধবার উমাকান্ত ধরের তোলা ছবি। |
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক গৌতম মাহাতোর অভিযোগ, “মঙ্গলবার কলেজের এক ছাত্র বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে কলেজে তাণ্ডব চালায়। এতে ছাত্রছাত্রীরা আতঙ্কিত বোধ করছেন। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডব বন্ধ করার দাবিতেই আমরা মিছিল করলাম।” কলেজের টিচার ইন-চার্জ কুন্তলকান্তি চট্টরাজ বলেন, “বহিরাগতেরা যে ভাবে কলেজে ঢুকে আমাদের হুমকি দিচ্ছেন তাতে আমরাও ভীত সন্ত্রস্ত। তাই কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরাও প্রতিবাদে সামিল হয়েছি।” পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
মাওবাদী অভিযোগে ধৃত রাজনৈতিক বন্দির স্বীকৃতি প্রাপ্তেরা তাঁদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না বলে অভিযোগ তুললেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। বুধবার সুজাতবাবু-সহ ছয় মানবাধিকার কর্মী পুরুলিয়া জেলা সংশোধনাগারে মাওবাদী নেতা প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন। সুজাতর অভিযোগ, “প্রসূনবাবুর বাবা-মা অসুস্থ । তাঁরা আসতে পারছেন না। কিন্তু সংশোধনাগার কর্তৃপক্ষ প্রসূনবাবুকে বাবা-মা’র সঙ্গে টেলিফোনে কথাও বলতে দিচ্ছেন না। তাঁকে রেডিও শুনতে দেওয়া হচ্ছে না।” বিষয়টি তাঁরা সংশোধনাগার কর্র্তৃপক্ষকে জানিয়েছেন। সুজাতবাবু জানান, এই মুহূর্তে রাজ্যে প্রায় ২০০ জন মাওবাদী হিসেবে বন্দি রয়েছেন। তাঁরা অনেকেই রাজনৈতিক বন্দি। তাঁদের অধিকারের দাবিতে তাঁরা আইনি লড়াইয়ের পথে যাবেন। পুরুলিয়া জেলা সংশোধনাগারের সুপার বিমান ভট্টাচার্য বলেন, “জেলা সংশোধনাগারে বন্দিদের টেলিফোন করার সুবিধা নেই। তবে প্রসূনবাবু যাতে রেডিও ব্যবহার করতে পারেন সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন পাঠিয়ে দিয়েছি।”
|
বাঁকুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হল বুধবার। তৃণমূল, কংগ্রেস, সিপিআই ও বিজেপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দিন দুপুরে বিবেকানন্দ পল্লিতে তৃণমূল একটি পথসভা করে। সভায় ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী। প্রচার শেষে সব দলের প্রার্থীরাই আত্মবিশ্বাসী। তৃণমূল প্রার্থী লতিকারানি হালদার বলেন, “কত ব্যবধানে জিতব সেটাই হিসেব করছি।” সিপিআই প্রার্থী শ্যামসুন্দর দত্ত বলেন, “গতবার অল্প ব্যবধানে আমরা হেরেছিলাম। এ বার আমরাই জিতছি।” কংগ্রেস প্রার্থী দিলীপ দত্তের দাবি, এলাকাবাসী তাঁকে ঘরের ছেলে বলে মনে করেন। বিজেপি প্রার্থী অচিন্ত্য মহান্তের গলাতেও আত্মবিশ্বাস ঝরে পড়ছে।
|
বিষ্ণুপুরের ভালুকা গ্রামে বধূকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে পুলিশ তাঁর শাশুড়িকে গ্রেফতার করল। তবে ওই ঘটনায় অভিযুক্ত বধূর স্বামী-সহ বাকি পাঁচজনকে পুলিশ বুধবার পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নিহত মিতা মাকুড়ের শাশুড়ি বাড়ি ফিরেছিলেন। সেই খবর পেয়ে পুলিশ তাকে ধরে। শুক্রবার রাতে মিতাকে খুন করা হয়েছিল। ধৃতকে এ দিন বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
লোক সংস্কৃতিকে তুলে ধরতে সাড়ম্বরে সৃজন উত্সব হয়ে গেল বোরো থানার কুমারী খড়িদুয়ারা গ্রামে। মানবাজার-বান্দোয়ান রাস্তায় খড়িদুয়ারা ডুংরিতে ১৭-১৯ নভেম্বর ওই মেলা হয়। মেলা কমিটির প্রধান সৈকত রক্ষিত বলেন, “১৯ তম বর্ষের মেলায় বিভিন্ন রাজ্যের শিল্পীরা এসেছিলেন।”
|
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুরুলিয়ার কেন্দা থানার ধরমপুর গ্রামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দীপঙ্কর সিং। বুধবার দুপুরে তাকে ধরা হয়। এ দিন থানায় ওই তরুণী লিখিত অভিযোগ করেন।
|
কিছুদিন ধরে মানবাজারে কেব্ল টিভির পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকেরা ক্ষুব্ধ। পুলিশ জানিয়েছে, দু’টি কেব্ল সম্প্রচার গোষ্ঠীর রেষারেষিতে তার কাটা গিয়েছে। দু’পক্ষই অভিযোগ করেছে। |