মুখ্যমন্ত্রীর কথার দাম কমছে, সূর্য
নিজস্ব সংবাদদাতা • হাবরা
|
মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিপিএমের হাবরা জোনাল কমিটির ডাকে বুধবার স্থানীয় দেশবন্ধু পার্কে এক সভায় সূর্যবাবু বলেন, “রাজ্যে সব জিনিসের দাম বাড়ছে। কমছে শুধু মুখ্যমন্ত্রীর কথার দাম।” নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির পিছনে অবশ্য কেন্দ্রের ভূমিকার কথাও অস্বীকার করেননি সূর্যকান্তবাবু।
|
হাবরায় সূর্যকান্ত।—নিজস্ব চিত্র। |
যদিও তাঁর বক্তব্য, ইউপিএ বা এনডিএ যারাই নীতি তৈরি করেছে, উনি (মমতা) তাতে শরিক ছিলেন। দিল্লিতে সরকার বদলে গেলে উনিও দল বদলান।” এ দিন সভায় আসার কথা ছিল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেবের। দলীয় সূত্রের খবর, সভার উদ্দেশে রওনা দেওয়ার সময়ে অসুস্থ বোধ করায় আসেননি গৌতমবাবু।
|
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা
|
ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হয়েছে ধর্ষণে সাহায্য করায় অভিযুক্ত ইরা হালদার নামে এক মহিলাকেও। বুধবার সন্ধ্যায় স্থানীয় মাণিকহিরা দেশপাড়া থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিদ্যুত্ রায়। গত মঙ্গলবার নদিয়ার মায়াপুরে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে দমদমে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে এলাকারই একটি মেয়েকে ধর্ষণ করে বিদ্যুত্। বুধবার দুপুরে ওই যুবতী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
|
আগুনে ভস্মীভূত বাড়ি, দোকান
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
আগুনে ভস্মীভূত হয়ে গেল রেল বস্তির একটি বাড়ি। আংশিক ক্ষতি হয়েছে আরও একটি বাড়ি ও দু’টি দোকানের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাবরা স্টেশন সংলগ্ন রেল বস্তিতে। হাবরা দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
|
গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
|
২৪ কেজি গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁপাবেড়িয়া এলাকা থেকে সজল ভট্টাচার্য নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি খুন-সহ তোলাবাজি, মারধর ইত্যাদি নিয়ে ৫টি মামলা রয়েছে। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে স্থানীয় বাণীপুর চৌমাথা থেকে ৫০ গ্রাম হেরোইন-সহ আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। অসিত সাহা ওরফে হেতু নামে ওই দুষ্কৃতী স্থানীয় মছলন্দপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কয়েক মাস আগে তাঁর নিজের ভাইঝির স্বামীকে খুনের অভিযোগ উঠেছিল অসিতের বিরুদ্ধে। |