দাদার বিয়ের বউভাতের দিনই আয়োজন করা হয়েছিল বছর ষোলোর বোনের বিয়েরও। আর সেই জোড়া বিয়েকে ঘিরে জমজমাট হয়ে উঠেছিল বামুনপুকুরের বাড়িটি। বুধবার দুপুরবেলা ভাই-বোনের বিয়ের ভোজে ব্যস্ত, তখনই সেখানে হাজির হন নদিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মির তারান্নুম সুলতানা। সঙ্গে নবদ্বীপের জয়েন্ট বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল। তাঁরাই বন্ধ করে দেন অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে।
মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, তার বিয়ে ঠিক হয়েছিল গ্রামেরই যুবক, পেশায় রাজমিস্ত্রি ওমের শেখের সঙ্গে। বুধবার ছিল মেয়েটির দাদার বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সঙ্গেই বোনের বিয়েটাও সেরে ফেলতে চেয়েছিলেন মেয়ের দাদারা। কিন্তু বাধ সাধলেন প্রশাসনের কর্তারা। যদিও মেয়ের বাড়ির তরফে বিয়ের কথা প্রথমে অস্বীকার করা হয়। কিন্তু পাত্রপক্ষের তরফে বিয়ের কথা স্বীকার করে নিতেই বিপাকে পড়ে মেয়ের পরিবার। এক আত্মীয় বলেন, “আমরা এ দিন বিয়ে নয়, মেয়েকে আশীর্বাদের আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন নিষেধ করায় তা বন্ধ করে দিয়েছি।”
যাঁর উদ্যোগে এ দিন ওই নাবালিকার বিয়ে বন্ধ করা গেল, সেই মির তারান্নুম সুলতানা বলেন, “আমাকে বিষয়টি জানান আমাদের এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা। সেই মত খোঁজ নিয়ে জানতে পারি বুধবারই ওই মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছে তার বাড়ির লোক। আর দেরি করি নি। ”
প্রশাসনের তরফে প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে মেয়ের দাদারা প্রথমে বিয়ের কথা অস্বীকার করেন। ছেলের বাড়ির তরফে অবশ্য কোন রাখঢাক করার চেষ্টা করা হয়নি। বিয়ে বন্ধ না হলে প্রশাসনের তরফে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলে তখন উভয়পক্ষ আলোচনায় বসে। নবদ্বীপের জয়েন্ট বিডিও সমীরণ মণ্ডল বলেন, “আমরা উভয় পক্ষকে সাফ জানিয়ে দিই এ বিয়ে বন্ধ না করা হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেয়েকে হোমে পাঠানো হবে। আর বন্ধ হলে পড়াশুনার সুযোগ-সহ কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা সব পাওয়া যাবে। বিষয়টি বুঝে ওঁরা আর আপত্তি করেন নি।”
ছেলের কাকা বলেন,“আমরাও এখন বিয়ে স্থগিত রাখছি। মেয়ের ১৮ বছর বয়স হলে ওর সঙ্গেই ভাইপোর বিয়ে দেওয়া হবে।” মির তারান্নুম সুলতানা বলেন,“একজন মহিলা জন প্রতিনিধি হিসেবে এই ধরনের কাজ প্রতিরোধ করা আমার কর্তব্য। সেটা করতে পেরে ভালো লাগছে। এলাকার মানুষ আশা করি এমন কাজে আর নিজেদের জড়াবেন না।” তবে নিজের বিয়ে বন্ধ হওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ওই নাবালিকা। |