টুকরো খবর |
নির্দল প্রার্থীকে সাসপেন্ড তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোয় তৃণমূল কর্মী অনিন্দ্য চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করল তৃণমূল। ১০ নম্বর ওয়ার্ডে সিপিএম পুরপ্রধান প্রদীপ সরকারের বিপক্ষে তৃণমূলের প্রতীকে লড়ছেন পেশায় ব্যবসায়ী ঘনশ্যাম সিংহ। আর টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন পেশায় আইনজীবী অনিন্দ্যবাবু। সাসপেন্ড নিয়ে তাঁর প্রতিক্রিয়া, “১৯৯৯ সাল থেকে তৃণমূল করছি। তিলে তিলে সংগঠন গড়েছি। ১০ নম্বর ওয়ার্ডে যিনি দলের প্রার্থী হয়েছেন, তিনি এর আগে কোনও দিন তৃণমূলের ঝান্ডা পর্যন্ত ধরেননি। ঝাড়গ্রামের কিছু স্বার্থান্বেষী নেতৃত্বের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমি নির্দলে লড়ছি।”
|
প্রতারক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পুলিশে চাকরির ‘কল লেটার’ পাওয়া কয়েকজন যুবকের বাড়িতে গিয়ে ‘ভেরিফিকেশনে’র নামে টাকা আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃত তিন জন কলকাতার হেস্টিংস থানা এলাকার শেখ সামসুদ্দিন, খিদিরপুরের রবি সাহু ও গার্ডেনরিচ থানা এলাকার জিতেন্দ্র ভট্টাচার্য। মঙ্গলবার রাতে কাঁথি থানার সিরিয়া গ্রামে ওই তিন প্রতারক গিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা তোলে। এরপর কাঁথি থানার চন্দনপুরে গিয়ে একইভাবে কয়েকজনের কাছে টাকা চাইলে সেখানে লোকজনের সন্দেহ হয়। প্রতারকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী থানায় খবর দেন।
|
নির্দলকে সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোয় তৃণমূল কর্মী অনিন্দ্য চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করল তৃণমূল। এই ওয়ার্ডে বিদায়ী পুরপ্রধান সিপিএমের প্রদীপ সরকারের বিপক্ষে তৃণমূলের প্রার্থী ঘনশ্যাম সিংহ। দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ান অনিন্দ্যবাবু।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পূর্ব মেদিনীপুর চাইল্ড লাইন ও সুতাহাটা থানার যৌথ উদ্যোগে বুধবার এক আলোচনাসভার আয়োজন করা হয়। থানা প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় নাবালিকা বিবাহ, শিশু শ্রম ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। |
|