|
|
|
|
ফের জেল থেকে পালাল যাবজ্জীবন সাজার বন্দি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
করিমগঞ্জ জেল থেকে ফের পালাল বন্দি। মহাষ্টমীর রাতে পালিয়ে যাওয়া তিন জনের খোঁজ মেলেনি এখনও। তার পর মাস খানেক কাটতে না কাটতেই ফের নিরাপত্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে চম্পট দিল আরও এক বন্দি।
জেল সূত্রের খবর পলাতক ওই বন্দির নাম আফজল হোসেন। ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে জেল খাটছিল সে। করিমগঞ্জের ওই জেল চত্বরেই আজ সকালে কাজ করানো হচ্ছিল একদল কয়েদিকে দিয়ে। সেখান থেকে হঠাৎই উধাও হয়ে যায় ৪৪ বছরের আফজল।
জেলাশাসক সঞ্জীব গোঁহাই বরুয়া জানিয়েছেন, এই ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক এস এন সিংহ এর তদন্ত করবেন। বন্দি পালানো ঠেকাতে পুলিশ প্রহরা শক্তিশালী করা হবে। পাশাপাশি জেলের পরিকাঠামোগত উন্নতির দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলছেন তিনি। জেল-পালানোদের খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমলকুমার গুপ্ত।
এ দিকে, একের পর এক কয়েদি পালানোর ঘটনায় বিজেপি-র পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের মহিলা মোর্চার সর্ব ভারতীয় সম্পাদক শিপ্রা গুণ বলেন, লোকসভা নির্বাচনের মুখে এমন ঘটনা উদ্বেগজনক।
আদালত সূত্রে জানা গিয়েছে, করিমগঞ্জ জেলার বাসিন্দা আফজল মিজোরামে এক দোকানে কাজ করত। তার বিরুদ্ধে অভিযোগ, দোকান-মালিকের মেয়েকে ধর্ষণের পর খুন করেছে সে। মিজোরামের আদালত তাকে দোষী চিহ্নিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ছয় বছর আগে আফজলের আবেদনের ভিত্তিতে তাকে করিমগঞ্জ জেলে পাঠানো হয়েছিল। |
|
|
|
|
|