|
|
|
|
নিয়মে নিয়োগ স্থগিত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দেশের পাঁচটি জোনে আজ জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হলেও বাদ রয়ে গেল মেট্রো ও দক্ষিণ-পূর্ব রেল-সহ চারটি জোনের নিয়োগ। দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, চেন্নাই কোচ কারখানা, পশ্চিম রেল, দক্ষিণ-মধ্য রেল ও পূর্ব-উপকূল রেলের জেনারেল ম্যানেজার পদে আজ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু খালি পড়ে থাকা চারটি জোনের জন্য রেল মন্ত্রক যাদের নাম সুপারিশ করেছিল, তা খারিজ করে দিয়েছে নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পদের জন্য রাধেশ্যামের নাম সুপারিশ করেছিল মন্ত্রক। তিনি বর্তমানে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার জেনারেল ম্যানেজার পদের পাশাপাশি কলকাতা মেট্রো রেলের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। কিন্তু নিয়মের গেরোয় তাঁর নিয়োগ আটকে।
কী সেই নিয়ম?
রাধেশ্যাম বর্তমানে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার দায়িত্বে রয়েছেন। এই ধরনের কারখানা বা উৎপাদন ইউনিটের প্রধানকে রেলের পরিভাষায় বলা হয়ে থাকে ‘নন ওপেন লাইন’। মন্ত্রকের নিয়ম হল, ‘নন ওপেন লাইনে’ যাঁরা রয়েছেন, তাঁরা কোনও ভাবেই রেলের প্রধান ১৭টি জোনের দায়িত্ব পাবেন না।
সেই নিয়মের কারণেই রাধেশ্যাম-সহ ৪ জনের নাম খারিজ করেছে নিয়োগ কমিটি। চলতি মাসে ৭টি জোনের জেনারেল ম্যানেজার পদ খালি হতে চলেছে। ডিসেম্বর-এ অবসর নেবেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জি সি অগ্রবাল। দক্ষিণ-পূর্ব রেলের অতিরিক্ত দায়িত্বও এখন তাঁর হাতে রয়েছে। ফলে এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে রেলের চারটি জোনের তিনটিতেই পূর্ণ সময়ের জিএম থাকছে না। বোর্ড জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওই পদগুলিতে নিয়োগ করার চেষ্টা করা হবে। |
|
|
|
|
|