|
|
|
|
পড়ুয়াদের অনশন প্রেসিডেন্সিতে
নিজস্ব সংবাদদাতা |
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন এবং সেখানে হাজির থাকার জন্য ওই সব পড়ুয়ার অভিভাবকদেরও ডেকে পাঠিয়েছেন। কিন্তু কেন অভিভাবকদের তলব করা হল, লিখিত ভাবে তা জানানোর দাবিতে বুধবার বিকেলে অনশন শুরু করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ১২ জন ছাত্রছাত্রীর আচরণ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠায় তাঁদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই পড়ুয়াদের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে? এক কর্তা বলেন, “ওই ছাত্রছাত্রীরা কেলেঙ্কারি নামে একটি দল গড়েছিল। সেই দল সেপ্টেম্বর মাসে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে নেশা করে নানা রকম অসভ্যতা করে এই পড়ুয়ারা। বাইরের কলেজের কিছু ছাত্রছাত্রীও ছিল এদের সঙ্গে। এ জন্য কেলেঙ্কারিকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়।” তারপরেও এই পড়ুয়ারা ক্যাম্পাসের ভিতরে নেশা করে নানা রকম বিশৃঙ্খল আচরণ করেন বলে অভিযোগ। সম্প্রতি মূল ভবনের দেওয়ালে ধর্ষণ বিরোধী প্রচারের জন্য একটি ছবি আঁকেন অভিযুক্ত পড়ুয়াদের একজন। ছবিটি নিয়ে আপত্তি জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেন একদল পড়ুয়া।
তার পরে বিশ্ববিদ্যালয়ের তরফে সেটি মুছে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অনশনকারী এক ছাত্র বলেন, “বাবা-মায়েদের কেন ডাকা হয়েছে, তা আমাদের জানানো হচ্ছে না। পরীক্ষার মরসুমে এ ভাবে সকলকে বিভ্রান্ত করা হচ্ছে। এর প্রতিবাদেই অনশন।”
|
|
|
|
|
|