টুকরো খবর
লোঢাদের সংস্থার দুই পার্টনারের সদস্যপদ খারিজ করল আইসিএআই
অডিট সংস্থা লোঢা অ্যান্ড কোম্পানির দুই পার্টনারের সদস্যপদ তিন মাসের জন্য খারিজ করল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। এঁরা হলেন আদিত্য বিক্রম লোঢা ও হর্ষবর্ধন লোঢা। অডিট সংক্রান্ত ব্যাপারে ‘অনৈতিকতার’ অভিযোগের ভিত্তিতেই তাঁদের সদস্যপদ খারিজ করেছে আইসিএআই। ১৯৪৯-এর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি আইনের ধারা মেনে ওই দুই সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ করেছে আইসিএআই। তবে লোঢাদের আইনজীবীদের পক্ষ থেকে এই অভিযোগ সত্যি নয় বলে বুধবার জানানো হয়েছে। আদিত্য ও হর্ষবর্ধন লোঢার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সংস্থা আইসিএআইয়ের কাছে এমন কিছু তথ্য জমা দিয়েছে, যা মিথ্যা। এ ছাড়া ওই অডিট সংস্থা লোঢা অ্যান্ড কোম্পানির কর্ণধারদের মধ্যে কেউ কেউ এমপি বিড়লা গোষ্ঠীর কিছু সংস্থার পরিচালন পর্ষদের সদস্য বা শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও ওই গোষ্ঠীর কিছু সংস্থার অডিটরের কাজ করেছেন। যা অনৈতিক। এতে স্বার্থের সংঘাত সংক্রান্ত নীতি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ। লোঢাদের আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, “অনৈতিক আচরণ সংক্রান্ত ১৫টি অভিযোগ লোঢাদের বিরুদ্ধে আনা হলেও আইসিএআই নিজেই সংখ্যাধিক্যের ভোটে সেগুলির সিংহভাগ খারিজ করেছে। অল্প সংখ্যক যে ক’টি অভিযোগ বহাল রয়েছে, সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে যাচাই করা হলে সেগুলি থেকেও লোঢারা অব্যাহতি পাবেন বলে আমাদের আস্থা রয়েছে।” আইনজীবীরা জানান, লোঢারা স্বচ্ছতা মেনেই সব করেছেন।

সহারার দেওয়া সম্পত্তির হিসাব নিয়ে অভিযোগ সেবির
সহারার বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে অভিযোগ সেবি-র। তারা বুধবার শীর্ষ আদালতে জানিয়েছে, সংস্থা তাদের দু’টি সম্পত্তির আসল দলিল জমা দেয়নি। পাশাপাশি, যে সম্পত্তির মূল্যায়ন তারা ২০ হাজার কোটি বলে দেখিয়েছে, তা আসলে অনেক কম। ওই সম্পত্তি নিয়ে আইনি বিতর্কও রয়েছে বলেও জানিয়েছে সেবি। প্রসঙ্গত, গত মাসে লগ্নিকারীদের টাকা ফেরত সংক্রান্ত মামলায় সহারাকে মহারাষ্ট্রে তাদের দু’টি সম্পত্তির দলিল ও মূল্যায়নের নথি সেবির কাছে জমা দিতে বলে সুপ্রিম কোর্ট। মূল্য খতিয়ে দেখার নির্দেশ ছিল সেবির উপর। ভাসাইয়ের ২০০ একর জমি (সংস্থার মূল্যায়ন ১,০০০ কোটি টাকা) এবং পশ্চিমে ভারসোভার ১০৬ একরের (সংস্থার মূল্যায়ন ১৯,০০০ কোটি) নথি সেবির কাছে জমা দেয় সহারা। তবে সেবি-র মতো ওই মূল্যায়ন সঠিক নয়। এ দিন সহারার আইনজীবী উপস্থিত না-থাকায় রায় দেয়নি শীর্ষ আদালত।

পুরনো খবর:
এতিহাদের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করল জেট
অবশেষে প্রায় ২,০৬৯ কোটি টাকায় নরেশ গয়ালের জেট এয়ারওয়েজের ২৪% শেয়ার নিজেদের হাতে নিল এতিহাদ। আর এর ফলেই ভারতের বিমান শিল্পে এই প্রথম পা রাখল বিদেশি লগ্নি। উল্লেখ্য, এর আগেই গত ১২ নভেম্বর জেট এয়ারের শেয়ার কিনতে চূড়ান্ত সায় পেয়েছিল আবুধাবির সংস্থাটি। বুধবার শেয়ার হাতে নেওয়ার কথা জানিয়ে এতিহাদ বলেছে, এ দিন থেকেই এতিহাদের প্রেসিডেন্ট ও চিফ এগ্জিকিউটিভ অফিসার এবং চিফ ফিনান্সিয়াল অফিসার জেট এয়ারের পরিচালন পর্ষদে অতিরিক্ত ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.