বেতলা, নেতারহাটে ফের পর্যটকদের গুঞ্জন
চিত্র-১: সকাল সাতটা। জঙ্গলের ভিতরের গাছপালা নড়ার শব্দ পেয়েই পর্যটকদের পিঠে বসিয়ে চলতে থাকা হাতিকে থামিয়ে দিলেন মাহুত। জঙ্গলের এক দিক থেকে অন্য দিকে ছুটে চলে গেল আট থেকে দশটি সিং-খসা হরিণ। খচ খচ শব্দে সেই ছুটে যাওয়া হরিণের গতিবিধি ক্যামেরা বন্দি করলেন পর্যটকরা। বেশ কয়েক বছর পর শীতের সকালে বেতলা জাতীয় উদ্যানে এই ছবিটা ফের ফিরে আসছে।
চিত্র-২: ভোর সাড়ে পাঁচটা। মাফলার আর হনুমান টুপিতে কান-মাথা ঢেকে লোকজন বেরোচ্ছেন নেতারহাটের বিভিন্ন হোটেল আর লজ থেকে। গন্তব্য ‘সানরাইজ পয়েন্ট’। ছ’টা পনেরো নাগাদ দিগন্তে লাফিয়ে উঠল লাল বলটি। ফের সেই ক্যামেরার খচ খচ শব্দ। প্রায় অর্ধ-দশক পরে ফের এই ছবি।
শীত পড়ে গিয়েছে। ঝাড়খণ্ডের গড় তাপমাত্রা কমতে কমতে নেমে গিয়েছে প্রায় ন’ডিগ্রিতে। ঝাড়খণ্ডে বেড়ানোর সময় শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও পর্যটকরা এসে এ বার ভিড় জমাচ্ছেন বেতলা আর নেতারহাটে। সংখ্যায় কম হলেও আসছেন পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটকরাও। সিনেমার শুট্যিং করার জন্য ইতিমধ্যেই নেতারহাটে পর্যটন বিভাগের হোটেল বুক করেছে কলকাতার কোনও এক সিনেমা সংস্থা---জানাচ্ছেন ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সুনীল কুমার।
বেতলার আকর্ষণ যদি হরিণ, বাইসন, হাতি অথবা বাঘ হয়, তবে নেতারহাটের আকর্ষণ সেখানকার নৈসর্গিক পরিবেশ। মাঝে প্রায় পাঁচ বছর মাওবাদী সমস্যার কারণে বাঙালি পর্যটকদের আকাল ছিল এ রাজ্যে। আসছিলেন না অন্য রাজ্যের লোকজনও। কিন্তু পর্যটন বিভাগের দাবি, ২০১২ থেকে আবারও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের মানুষ বেতলা-নেতারহাটমুখী হচ্ছেন।
বেতলায় ফের শুরু হল হাতি সাফারি।—নিজস্ব চিত্র।
বেতলা জাতীয় উদ্যানে হাতি সাফারির জন্য বন দফতরের কাউন্টারে লম্বা লাইন পড়ছে। বিহারের পূর্ণিয়ার বাসিন্দা অজিতকুমার সিংহ এসেছিলেন পরিবারের সঙ্গেই। পেশায় সরকারি কর্মী অজিতের কথায়, “বেতলা আমার প্রিয় জায়গা। অনেকবার এসেছি। কিন্তু এ বার, চার বছর পরে এলাম। মাওবাদী আতঙ্কেই এত দিন আসিনি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।” বেতলায় পর্যটন বিভাগের অনুমোদিত গাইড মহম্মদ আসলামের কথায়, “পর্যটকদের মাওবাদীরা কোনওদিনই বিরক্ত করেনি। তা সত্ত্বেও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে এখানকার অর্থনীতিতে। এখানে হোটেল মালিক থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী---প্রত্যেকেই পর্যটনের ওপরে নির্ভরশীল। তাঁদের রোজগার মার খেয়েছে। তবে এখন আবার পর্যটকরা আসতে শুরু করেছেন।”
বেতলা থেকে জঙ্গলের পথে একশো কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে নেতারহাট। পথে সুগাবাঁধ আর লোধ---দু’টি ঝোরা দেখে গেলে আরও পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা বেশি। পর্যটনের মরশুম শুরু হওয়ায় রাজ্য পর্যটন বিভাগ, রাজ্য বন দফতর পর্যটকদের থাকার জন্য বেতলা-নেতারহাটে তাদের হোটেল, ‘ট্রি-হাউস’ প্রভৃতি সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। আর নেতারহাটে ‘সানরাইজ পয়েন্ট’-এ সূর্যোদয় দেখতে কিংবা ‘ম্যাগনোলিয়া পয়েন্টে’ সূর্যাস্ত দেখতে অক্টোবরের শেষ থেকেই পর্যটকরা এখানে আসতে শুরু করেছেন।
রাজ্য পর্যটন দফতরের প্রধান সচিব সজল চক্রবর্তীর কথায়, এ বছর কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে তাঁরা ভালো সংখ্যক পর্যটক আশা করছেন। তিনি বলেন, “বাংলার পর্যটকরাই বেতলা, নেতারহাট, দেওঘর, ম্যাকলাক্সিগঞ্জের মতো জায়গাগুলিকে অন্যান্য রাজ্যকে চিনিয়েছেন। কেঁচকিতে তো বিখ্যাচ সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’-র জন্য।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.