শিল্প তালুক গড়তে এ বার বিদেশি লগ্নি টানার দিকে নজর দিচ্ছে রাজ্য।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে প্রস্তাবিত শিল্প তালুকের জমি ও সংলগ্ন এলাকা দেখতে আজ বৃহস্পতিবার কলকাতায় আসছেন দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধিদল। সড়ক পথে এ দিনই তাঁদের গোয়ালতোড় যাওয়ার কথা। প্রতিনিধিদলে থাকছেন কোরিয়া ট্রেড সেন্টারের ডিরেক্টর জেনারেল ডং সিওক চয়, ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মিনিস্টার টি আই চুং-সহ উচ্চপদস্থ কর্তারা। প্রতিনিধিদলের সঙ্গে গোয়ালতোড় যাচ্ছেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ গুপ্ত।
সম্প্রতি গোয়ালতোড়-সহ তিনটি শিল্প তালুকের পরিকাঠামো উন্নয়নের জন্য চতুর্দশ অর্থ কমিশনের কাছে ১০০০ কোটি টাকা চেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি সূত্রের খবর, অমৃতসর-দিল্লি-কলকাতা শিল্প করিডরের কাছে অন্তত একটি শিল্প তালুক তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই সূত্রে গোয়ালতোড়, পানাগড় ও খড়গপুর শিল্প তালুক ৩টি চিহ্নিত করেছে রাজ্য। বর্ধমানের পানাগড় শিল্প তালুক ও খড়গপুরে বিদ্যাসাগর শিল্প তালুকের পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। এই দু’টি শিল্প তালুকে ইতিমধ্যেই লগ্নি করেছে বেশ কিছু সংস্থা। ১১৫০ একরের বিদ্যাসাগর শিল্প তালুকে জমি নিয়েছে ট্র্যাক্টর্স ইন্ডিয়া, গোদরেজ অ্যাগ্রোভেট ও মেগাথার্ম ট্রান্সমিশন-সহ ১৫টি বড় সংস্থা। প্রায় ১৫০০ একরের পানাগড় শিল্প তালুকে কারখানা তৈরি করেছে সার প্রস্তুতকারক সংস্থা ম্যাটিক্স। প্রথম পর্যায়ের কাজ শেষ করে তারা সম্প্রসারণের কাজও শুরু করেছে।
পানাগড় ও খড়গপুরে প্রাথমিক পরিকাঠামো তৈরি শেষ। তবে শিল্প করিডরের পাশে থাকার সুযোগের সদ্ব্যবহারের জন্য সেই পরিকাঠামো আরও উন্নত করতে হবে বলে মনে করেন শিল্প দফতরের কর্তারা। তবে গোয়ালতোড়ে এখনও পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি। জমি চিহ্নিত করা হয়েছে। কিন্তু সেই জমি কৃষি দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে এখনও আসেনি। জমি হস্তান্তরের পরে শিল্প তালুক তৈরির প্রাথমিক কাজ শুরু করা হবে বলে দফতর সূত্রের খবর। মূলত এই শিল্প তালুকের পরিকাঠামো তৈরির জন্যই অর্থ কমিশনের কাছে টাকার আর্জি জানিয়েছে রাজ্য। মোট ১০০০ কোটি টাকার মধ্যে ৭০ শতাংশ টাকাই এই তালুক তৈরির কাজে খরচ করার পরিকল্পনা রয়েছে।
শুধুই অর্থ কমিশনের বরাদ্দ টাকার দিকে তাকিয়ে নেই রাজ্য। একই সঙ্গে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের রাস্তাও দেখছে তারা। সেই সূত্রেই বিদেশি লগ্নি টানতে কোরিয়ার প্রতিনিধিদলকে শিল্প তালুকের জমি দেখাতে চায় সরকার। গোয়ালতোড় ঘুরে আসার পর শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার আগ্রহও দেখিয়েছে কোরিয়ান দল। |