মমতার নির্দেশ, সপ্তাহ ঘুরতেই বাড়িতে আলো
মুখ্যমন্ত্রীর নির্দেশের এক সপ্তাহের মধ্যে বাড়িতে আলো পেলেন মালতি মুর্মু, ধনঞ্জয় টুডু, বুর মারাণ্ডিরা। বাড়িতে বিদ্যুত্‌ সংযোগের জন্য দফতরে দফতরে আর ঘুরতে হয়নি বালিপাড়ার ওই বাসিন্দাদের। দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষাও করতে হয়নি তাঁদের। বাড়ির উঠোনে গিয়ে আধিকারিকেরা বিদ্যুতের সংযোগ দিয়েছেন। শুধু বালিপাড়াই নয়, এই জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ বিদ্যুদয়নের আওতায় থাকা বাসিন্দাদের কাছে গিয়ে সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আজ বৃহস্পতিবার লাভপুরে, কাল শুক্রবার দুবরাজপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প করে বিদ্যুতের সংযোগ দেবে দফতর।
প্রসঙ্গত, বীরভূমের বহু এলাকায় নানা কারণে গ্রামীণ বিদ্যুদয়নের প্রয়াস ‘ব্যর্থ’ না হলেও, খানিকটা মুখ থুবড়ে পড়েছিল। গত ১২ নভেম্বর জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলামবাজারে জেলার পুলিশ প্রশাসনের কর্তা-ব্যক্তিদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে নানা পরিষেবা নিয়ে আলোচনা হয় বিস্তর। বিভিন্ন দফতরের সঙ্গে উপযুক্ত সমন্বয় স্থাপন, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে গড়িমসি একেবারে বরদাস্ত করা যাবে না বলে স্পষ্ট জানান তিনি।
বিদ্যুতের সংযোগ দিচ্ছেন আধিকারিকেরা।—নিজস্ব চিত্র।
সাম্প্রতিক কালে বীরভূম জেলা প্রশাসনের কাজে কার্যত খুশি হলেও, সরকারি কাজে আরও গতি আনা, বিভিন্ন পরিষেবা মানুষের নাগালে পৌঁছে দেওয়ার বেশ কিছু পদক্ষেপ অবিলম্বে নেওয়ার জন্য বিভিন্ন দফতরকে নির্দেশ দেন। এর পরেই গ্রামীণ বিদ্যুদয়নের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগী হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্‌ বণ্টন কোম্পানি।
ওই দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর মধ্যে গ্রামীণ বিদ্যুদয়নের প্রকল্পের মধ্যে জেলার বাসিন্দাদের আনতে হবে। প্রকল্প ম্যানেজার প্রদীপকুমার নাগ বলেন, “বুধবার থেকে শুরু হল। আমরা জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাসিন্দাদের কাছে গিয়ে বিদ্যুতের সংযোগ দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৩১ ডিসেম্বর মধ্যে জেলায় ২০ হাজার বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। এ দিন, বালিপাড়ায় ৬০টি বাড়িতে সংযোগ দেওয়া হয়।” দফতর সূত্রের খবর, জেলায় আনুমানিক ১ লক্ষ ২৬ হাজার সংযোগের লক্ষ্যমাত্রা প্রাথমিক ভাবে রাখা হয়েছে। তবে আধিকারিকদের দাবি, যা পরিকাঠামো রয়েছে প্রয়োজনে ২ লক্ষ সংযোগ ওই প্রকল্পের আওতায় দিতে পারবে সংশ্লিষ্ট দফতর।
এ দিন সকালে দেখা গেল, বালিপাড়ায় বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য গ্রাহকদের ভিড়। টেবিল পেতে বসে রয়েছেন দফতরের আধিকারিকেরা। অন্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুত্‌ সংযোগের প্রয়োজনীয় উপকরণ নিয়ে পাশের বিদ্যুত্‌ খুঁটি থেকে সংযোগ দিতে ব্যস্ত। ওই পাড়ার বাসিন্দা তথা নলহাটি কলেজের ছাত্র কালীরাম মারাণ্ডি জানান, হাতে গোনা কয়েক জনের বাড়িতে আলো ছিল। এ বার গোটা পাড়ায় বিদ্যুত্‌ পৌঁছেছে। সকলের মনে খুশি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.