টুকরো খবর
জামিন পেলেন অধ্যক্ষ
এক পুলিশ ইন্সপেক্টরকে অপমান করে দুই কনস্টেবল-সহ তাঁকে আটকে রেখে সরকারি কাজে বাধাদানে অভিযুক্ত বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সুভাষ নন্দী বর্ধমান সিজেএম আদালতে বুধবার আত্মসমর্পণ করেন। এ দিন তিনি জামিন পেয়েছেন। তাঁর আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, দিন দুই আগে সুভাষবাবু হাইকোর্টে জামিন পান। বুধবার তিনি ওই জামিনের আদেশ নিয়ে সিজেএম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেন করেন। সিজেএম সেলিম মহম্মদ আনসারি ৫০০০ টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অগস্ট বর্ধমান থানায় সুভাষ নন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জেলা পুলিশের ইন্সপেক্টর লালা মীর। তাঁর অভিযোগ ছিল, ওই দিন রাজ কলেজে পুলিশের এসআইদের লিখিত পরীক্ষা চলার সময় তাঁকে অধ্যক্ষ আটকে রেখে অপমান করেন ও সরকারি কাজে বাধা দেন। এই ঘটনার পরে অধ্যক্ষ দীর্ঘ দিন ধরে কলেজে আসছিলেন না। দু’দিন আগে তিনি কাজে যোগ দিয়েছেন বলে কলেজ সূত্রের খবর।

নান্দাইয়ে বদর মেলা
নানা রকম গজা আর জিলিপিতে জমেছে বদর মেলা। নিজস্ব চিত্র।
চার দিনের বদর মেলা শুরু হয়েছে কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের নতুনগ্রামে। বুধবার মেলার তৃতীয় দিনে বদর মেলার মাজারে চাদর চড়াতে এসেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। মেলার উদ্বোধন করেছেন রাজ্যের ক্ষুদ্র, কুটীর, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ বছর ধরে চলে আসছে এই মেলা। মেলা উপলক্ষ্যে রাস্তার দু’ধারে বসেছে হরেক রকম দোকান। উদ্যোক্তাদের তরফে স্বাস্থ্য শিবির, ধর্মীয় জলসা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি দিন লঙ্গরখানায় ২০ কুইন্ট্যাল চাল রান্না হচ্ছে এলাকার সাধারণ মানুষের জন্য। মেলা কমিটির সহ-সম্পাদক জাকির হোসেন মল্লিকের কথায়, “দেশের নানা প্রান্ত থেকে মানুষ মেলা উপলক্ষ্যে মাজারে চাদর চড়াতে আসেন।”

নৈশ ফুটবল
বুধবার কালনা মহকুমা ফুটবল লিগের খেলা হল অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে।
বর্ধমানের দক্ষিণ দামোদরের বাদুলিয়া স্পোর্টিং ক্লাব পরিচালিত নৈশ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সত্যনারায়ণ স্পোর্টিং একাদশ। ফাইনালে তারা মোল্লাচক স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হরিয়েছে। প্রতিযোগিতায় সেরা হয়েছেন নাইজেরিয়ান ক্রিস্টোফার। ফাইনালের পরে বর্ধমানের ফুটবল কোচ সুবোধ চট্টোপাধ্যায়কে ‘গুরু দ্রোণাচার্য’ পুরষ্কারে সম্মানিত করা হয়েছে।

অভিযুক্তদের ধরার দাবি নবাবহাটে
জেলাশাসকের দফতরের সামনে বুধবার আইন অমান্য করল জেলা কংগ্রেস। নবাবহাটের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত প্রকৃত অভিযুক্তদের গ্রেফতার, অধীর চৌধুরী-সহ সমস্ত কংগ্রেস কর্মীর নামে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহার, নারী নির্র্যাতন রোধে প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধি ইত্যাদি দাবি জানানো হয় এ দিনের মিছিলে। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কবিতা রহমান, জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপাধ্যায়।

বিজেপি-র স্মারকলিপি
পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, সংশোধিত বিপিএল তালিকা প্রকাশ, ১০০ দিনের কাজে স্বচ্ছতা, গো সম্পদ সংরক্ষণ-সহ আট দফা দাবিতে বুধবার পূর্বস্থলী ২ বিডিও-র কাছে স্মারকলিপি দিল বিজেপি। এ দিনই প্রশাসনিক অস্বচ্ছতার অভিযোগ তুলে দলের কর্মী সমর্থকেরা বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। বিজেপি-র রাজ্য কমিটির সদস্য স্বপন ভট্টাচার্যের দাবি, প্রশাসন স্বচ্ছ ভাবে না চললে আন্দোলন চলবে। পূর্বস্থলী ২ বিডিও মোদাস্সর মোল্লা বলেন, “দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

শুনানি হল না
কেতুগ্রামে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের ঘটনায় পরপর দু’দিন সাক্ষ্য দিতে এলেন না ট্রেনের চালক ও সহকারী চালক। প্রায় দেড় মাস ধর্ষণের মামলার শুনানি স্থগিত থাকার পরে বর্ধমানের কাটোয়ার ফাস্ট ট্র্যাক কোর্টে মঙ্গলবার ফের শুনানি শুরু হওয়ার কথা ছিল বুধবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল চালক মানিক প্রধান ও সহকারী চালক কালোসোনা ঘোষের। তাঁরা আসেননি। গত বছর ২৫ ফেব্রুয়ারি মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রেন থেকে নামিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.