নবীনবরণ উৎসব ঘিরে বিশৃঙ্খলা দেখা গেল বর্ধমান রাজ কলেজ ক্যাম্পাসে।
বুধবার ওই কলেজে নবীনবরণ উৎসব উপলক্ষে একটি বাংলা ব্যান্ডের অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান চলার সময় কিছু ছাত্রছাত্রী মঞ্চের সামনে নাচতে শুরু করেন। শুরু হয় ধাক্কাধাক্কি। এই ঘটনায় উত্তেজনা দেখা যায়। ছাত্রসংসদের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই অনুষ্ঠান শেষ করে দিতে হয়।
ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শ্রীজন কুণ্ডু ও ক্রীড়া সম্পাদক পিঙ্কু ক্ষেত্রপাল বলেন, “এ দিন ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় কিছু ছাত্র বিশৃঙ্খলা তৈরি করছিল। কয়েকজন ছাত্রীও তাতে যোগ দেন। পরে উত্তেজনা বাড়তে থাকায় আমরা হস্তক্ষেপ করে অনুষ্ঠান বন্ধ দিই।”
রাজ কলেজের অধ্যক্ষ সুভাষচন্দ্র নন্দী বলেন, “ছাত্রদের সঙ্গে কয়েকজন ছাত্রী নাচতে শুরু করায় বচসা শুরু হয়। পুলিশ ও ছাত্র সংসদের হস্তক্ষেপে অবস্থা আয়ত্তে আসে।” তাঁর দাবি, “নাচানাচি হয়েছে ঠিকই। তবে অনুষ্ঠানে কোনও অশ্লীলতা হয়নি।” |