রাজ্য নন গেজেটেড হেল্থ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বর্ধমান মহকুমা শাখার সম্মেলন হয়ে গেল মঙ্গলবার। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা, সুষ্ঠু বদলি নীতি ও বেতন বৈষম্য দূর করার দাবি করেন। সংগঠনের জেলা সম্পাদক শ্যামসুন্দর জানা বলেন, “রাজ্য সরকারের জনমুখী নীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের নজর রাখতে হবে।” অনুষ্ঠানে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডুকে সম্বর্ধনা দেওয়া হয়। সভাধিপতি বলেন, “সংগঠনের কর্মীরা যে নিজেদের দায়িত্ব পালনের কথা বলছেন, শুনে ভাল লাগছে।”
|
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল সুতাহাটায়। সোমবার কাশীপুর শান্তির পৃথিবী ক্লাব ও শিক্ষাভারতীর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে শিবিরটি আয়োজিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জাকির হোসেনের দাবি, উপস্থিতদের ৫৮ জনকে চশমা ও ওষুধ বিলি করা হয়েছে। অন্য ২০ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বিবেকানন্দ মিশন আশ্রমের চক্ষু চিকিৎসাকেন্দ্রে।
|
হাসপাতালের ওয়ার্ডে বড় হচ্ছে কুকুরছানারা। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের ওয়ার্ডের কোণে ওই তিনটি ছানার জন্ম হয় মাসখানেক আগে। সেই থেকে রোগীর শয্যার নীচে ছানাদের নিয়ে মা থেকে গিয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাড়িয়ে দিলেও বারবার ফিরে আসছে কুকুরটি। মঙ্গলবার বেশ কয়েকজন রোগীর আত্মীয় ক্ষোভে ফেটে পড়েন। তথ্য নিলয় দাস। |