প্রায় ৩০ বছর ধরে চলা বিশ্বভারতীর ‘নন্দন মেলা’ নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন কলাভবন কর্তৃপক্ষ। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত আজ, বুধবার সন্ধ্যায় কলাভবনের চাতালে ‘নন্দন’ নামে ওই তথ্যচিত্রটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। ৩৫ মিনিটের ওই তথ্যচিত্রটির পরিচালক কলাভবনের বর্তমান অধ্যক্ষ শিশির সাহানা। তথ্যচিত্র ‘নন্দন’-এ তুলে ধরা হয়েছে নন্দন মেলার শুরুর ইতিহাস। রয়েছে বিশ্বভারতী ও কলাভবনের বিশিষ্ট শিল্পীদের নিয়ে নানা কথাও।
বিশ্বভারতীর সূত্রে খবর, কলাভবন এই প্রথম এমন কোনও উদ্যোগ নিয়েছে। শিশির বলেন, “শুধু এ দেশের শিল্পীরাই নন, বিদেশ থেকেও বহু শিল্পী ও পর্যটক নন্দন মেলার জন্য তাকিয়ে থাকেন। আমাদের এই মেলা শিল্পীদের মিলন মেলাও। সেই ঐতিহ্যবাহী নন্দন মেলার ইতিহাস ও গুরুত্ব, কলাভবন এবং বিশ্বভারতী মিলেই তৈরি হয়েছে ‘নন্দন’।” তথ্যচিত্রে নন্দলাল বসু এবং আরও বহু বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্মের পাশাপাশি অপ্রকাশিত ছবির কোলাজ থাকছে। পরিচালক এই তথ্যচিত্রের জন্য বহু বিশিষ্ট শিল্পীর সাক্ষাৎকারও নিয়েছেন। সেটিও দেখা যাবে ‘নন্দনে’।
বিশ্বভারতী সূত্রে খবর, ১৯৭২ সালে দুর্ঘটনায় জখম এক ছাত্রের চিকিৎসার খরচ তুলতে একটি ছাত্রকল্যাণ তহবিল গড়ার উদ্যোগ নেওয়া হয়। তারই ফলস্বরূপ পরের বছর থেকে কলাভবন চত্বরে শুরু হয় ‘নন্দন মেলা’। ছাত্রছাত্রীদের তৈরি শিল্পকর্ম বিক্রির একটা টাকা দিয়ে ওই তহবিল গড়ে তোলা হয়। তারপর থেকেই নিয়মিত ভাবে বিশ্বভারতীতে এই মেলার আয়োজন হয়ে আসছে। মেলায় কলাভবনের পড়ুয়ারা তাঁদের শিল্পকর্ম নিয়ে হাজির হন। এ বারের মেলায় ‘নন্দন’ তথ্যচিত্রটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা রাখছেন কর্তৃপক্ষ। |