উন্নত পরিষেবার স্বীকৃতি হিসাবে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডার্ডাইজেশন’ (আইএসও) সংশাপত্র পেয়েছে ইতিমধ্যে রাজ্যের ৬টি সরকারি হাসপাতাল পেয়েছে। আরও ৬টি হাসপাতালকে এই স্তরে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর। এই মর্মে সোমবার দফতর থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। স্বাস্থ্যঅধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানিয়েছেন, ‘জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন’-এর অধীনে এই প্রকল্প রূপায়িত হবে বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহার, পুরুলিয়া, তমলুক ও কৃষ্ণনগর জেলা হাসপাতালে। কৃষ্ণনগর জেলা হাসপাতালের সুপার দেবব্রত দত্ত বলেন, “আজই স্বাস্থ্য ভবন থেকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। আমাদের কাছে প্রাথমিক খবর ছিল। তাই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পের পরিকল্পনাও করা হচ্ছে। চিঠি পেলেই কাজ শুরু হবে।” |
মহিশীলা মৈত্রী সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিনা খরচে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির করল সোমবার। সহযোগিতা করেছে দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কলকাতার দু’জন ডাক্তার ১০৬ জনের চিকিৎসা করেন। |
চিকিৎসায় গাফিলতির জেরে রোগী-মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালাল একদল উত্তেজিত জনতা। সোমবার, আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একটি হাসপাতালে। পুলিশ জানায়, মৃতার নাম জারিনা বেগম। বাড়ি নবাব আবদুল লতিফ স্ট্রিটে। জারিনার পরিজনেদের অভিযোগ, প্রসবের জন্য জারিনাকে রবিবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোমবার অস্ত্রোপচারের পরেই তাঁর মৃত্যু হয়। এর পরেই তাঁর পরিজনেরা ভাঙচুর চালান। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। |
উন্নত পরিষেবা স্বীকৃতি হিসাবে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন’ বা আইএসও শংসাপত্র পেয়েছে রাজ্যের ৬টি সরকারি হাসপাতাল। আরও ৬টি হাসপাতালকে এই স্তরে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর। এই মর্মে সোমবার দফতর থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। |