টাটকা খবর |
খরচ ২৬০ কোটি, ফের যাত্রা শুরু গ্রেট ইস্টার্নের
নিজস্ব সংবাদদাতা |
১৮৪১ সালের ১৯ নভেম্বর। কলকাতার সাহেবপাড়ায়, খাস বড়লাটের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ডেভিড উইলসন বানিয়েছিলেন অকল্যান্ড হোটেল। ১৭২ বছর পরে সেই একই দিনে হোটেলের নব সংস্করণ ‘দ্য ললিত গ্রেট ইস্টার্ন’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
|
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সুমন বল্লভ। |
মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে খুলে গেল ২৬০ কোটি টাকা খরচে পুনর্নির্মিত গ্রেট ইস্টার্ন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হোটেলের এই ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “এই হোটেলে রানি এলিজাবেথ থেকেছেন। এই হোটেল আগেও জনপ্রিয় ছিল। এখনও জনপ্রিয়। ভবিষ্যতেও জনপ্রিয় থাকবে।” নিজের সংক্ষিপ্ত ভাষণ শেষ করেই হোটেল কিছুটা ঘুরে দেখেন তিনি। এর পরে হোটেলের এট্রিয়াম লাউঞ্জে সাদা ক্যানভাসে সবুজ, কমলা ও লাল রঙে নিজের ভাবনা ফুটিয়ে তোলেন মুখ্যমন্ত্রী। ছবিটি হোটেলের কর্ণধার জ্যোৎস্না সুরিকে উপহার দেন।
এ দিন হোটেলের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হলেও বাণিজ্যিক ভাবে চালু হতে এখনও কিছু দিন লাগবে। ভারত হোটেলস গোষ্ঠীর বর্তমান কর্ণধার জ্যোৎস্না সুরি এ দিন জানান, তিন-চার সপ্তাহের মধ্যে হোটেল খুলে দেওয়া হবে।
শুধু হোটেলের জন্মদিনই নয়। এ দিন ছিল ভারত হোটেলস গোষ্ঠীর প্রয়াত কর্ণধার ললিত সুরিরও জন্মদিন। তিন একর জমির উপর তৈরি হোটেলটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। হেরিটেজ ওয়ান এবং টু এবং একটি তৃতীয় নতুন ব্লক। সব মিলিয়ে ২৪৪টি ঘর।
|
বিধানসভায় বামেদের ওয়াকআউট |
নিজস্ব সংবাদদাতা |
বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দ্বিতীয় দিনেই ওয়াকআউট করলেন বামেরা। আলু-সহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ইস্যুতে মঙ্গলবার অধিবেশনের প্রথমার্ধে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বামেরা। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরই বামেরা ওয়াকআউট করেন। আনিসুর রহমান বলেন, “মূল্যবৃদ্ধির দায় সরকারকে নিতে হবে। সরকার কী ব্যবস্থা নিয়েছে জানার জন্য আমরা আলোচনা চেয়েছিলাম। বিধানসভার এই অধিবেশনে ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সেখানে আয়োজকরাই সংসদীয় গণতন্ত্র মেনে আমাদের আলোচনা করতে দিলেন না।”
|
সাড়ে ৭ কোটি টাকার সোনা আটক |
নিজস্ব সংবাদদাতা |
পটনা থেকে আসা একটি বিমানের শৌচাগার থেকে প্রায় ২৪ কিলোগ্রাম সোনা পাওয়া গিয়েছে। ঘটনা কলকাতা বিমানবন্দরের। সোমবার রাতে পটনা থেকে বেসরকারি উড়ান সংস্থার ওই বিমানটি কলকাতায় নামে। এর পর সাফাইকর্মীরা শৌচাগার পরিষ্কার করতে গিয়ে দেখেন সেখানে লুকিয়ে রাখা আছে প্রচুর সোনা। তাঁরা কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের খবর দেন। শুল্ক দফতরের কর্মীরাও আসেন। লুকিয়ে রাখা ওই সোনার বাজার দর প্রায় সাড়ে ৭ কোটি টাকা। প্রাথমিক ভাবে শুল্ক দফতরের কর্মীরা জানিয়েছেন, পাচারের উদ্দেশ্যে ওই সোনা পটনা থেকে নিয়ে আসা হয়েছিল। পরে কোনও কারণে সোনা নিয়ে নামতে পারেনি পাচারকারীরা।
|
মুম্বইয়ে চালু দেশের প্রথম মহিলা ব্যাঙ্ক
সংবাদ সংস্থা |
মঙ্গলবার, ইন্দিরা গাঁধীর ৯৭তম জন্মদিনে মুম্বইয়ে দেশের প্রথম প্রমীলা ব্যাঙ্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী-সহ শরদ পওয়ার, ফারুক আব্দুল্লা প্রমুখ। মুম্বইয়ে মহিলা ব্যাঙ্কের প্রথম শাখা শুরু হল এক হাজার কোটি টাকা মূলধন নিয়ে। এর পোশাকি নাম ‘ভারতীয় মহিলা ব্যাঙ্ক’। কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, দেশ জুড়ে আরও সাতটি এই ধরনের শাখা খোলার পরিকল্পনা আছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশের নারী শক্তির অর্থনৈতিক বিকাশে এই ব্যাঙ্ক স্থাপন একটি ছোট পদক্ষেপ।”
|
ছত্তীসগঢ়ে কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফার ভোট |
ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হল। দ্বিতীয় দফায় ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ। মঙ্গলবার মূলত উত্তর-মধ্য ছত্তীসগঢ়ের ১৯টি জেলার ৭২টি আসনে ভোটগ্রহণ করা হয়। রাজ্যের মোট ৮৪৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল এ দিন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর স্ত্রী রেণু ও ছেলে অমিত, কংগ্রেস নেতা মতিলাল ভোরার ছেলে অরুণ-সহ রাজ্যের নয় জন মন্ত্রী। মাও হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় সমস্ত বুথে। প্রায় ১ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে এই ৭২টি আসনের ৩৫টি পেয়েছিল বিজেপি। কংগ্রেসও সমান সংখ্যক আসন দখল করেছিল। কাজেই মুখ্যমন্ত্রী রমন সিংহ তথা বিজেপির কাছে আজকের নির্বাচন ভীষণই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়ে। ভোট গণনা হবে আগামী ৮ ডিসেম্বর। |
নির্বাচনের খুঁটিনাটি |
মোট ভোটার |
১ কোটি ৬৮ লক্ষ |
মোট প্রার্থী |
৮৪৩ |
পুরুষ |
৭৬৮ |
মহিলা |
৭৫ |
ফল ঘোষণা আগামী ৮ ডিসেম্বর |
|
২০০৮-এর ফল |
এই ৭২ আসনে |
কংগ্রেস ৩৫, বিজেপি ৩৫ |
বহুজন সমাজ পার্টি ২ |
প্রথম দফার ১৮ আসনে |
বিজেপি ১৫, কংগ্রেস ৩ |
|
|
লরির ধাক্কায় যুবকের মৃত্যু বর্ধমানে |
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
পণ্যবোঝাই লরির ধাক্কায় মারা গেলেন এক যুবক। বর্ধমানের নিয়ামতপুরের ঘটনা। মৃতের নাম জাভেদ খান (১৯)। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নিয়ামতপুর স্টেশন রোডে একটি পণ্যবোঝাই লরি জাভেদকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর জিটি রোড-সহ ওই স্টেশন রোড আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের ক্ষোভের কারণ, প্রশাসন থেকে সকাল ৯টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরও স্টেশন রোডের ব্যবসায়ীরা রাস্তা আটকে লরি থেকে পণ্য ওঠানামা করান। ফলে এলাকা জুড়ে যানজট তৈরি হয়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সকাল ৯টার পর যাতে কোনও পণ্যবাহী গাড়ি ওই রাস্তায় না দাঁড়ায় সে বিষয়ে কড়া পদক্ষেপ করা হবে।
|
গ্রেফতার না-করে তিন দিন লকআপে আটকে রাখায় অভিযুক্ত পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মালদহের কালিয়াচক থানার মোথাবাড়ি ফাঁড়ির ওসি-র বিরুদ্ধে এক ব্যক্তিকে জোর করে তিন দিন লকআপে আটকে রাখার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম। মঙ্গলবার তিনি এ বিষয়ে আদালতে মামলা করেছেন। নজরুল ইসলামের অভিযোগ, গত ২ নভেম্বর পুলিশ কোনও কারণ না দেখিয়ে তাঁকে ফাঁড়িতে নিয়ে যায়। এর পর তিন দিন বিনা কারণে তাঁকে লকআপে আটকে রাখা হয়। ৪ তারিখে ছেড়ে দেওয়া হলে তিনি জেলার পুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। তিনি কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ আদালতে মামলা করা হয়েছে বলে জানান নজরুল। অভিযুক্ত ওসি রাজু খন্দকার বলেন, “একটি অপহরণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলামকে ডাকা হয়েছিল।” কিন্তু তিন দিন লকআপে আটকে রাখার কোনও ঘটনা ঘটেনি বলে দাবি ওই ওসি-র। পুলিশ সুপার বলেন, “এখনও কোনও অভিযোগ পাইনি। পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
|
কালিয়াচকে গুলি, আহত ১ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ কালিয়াচকে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলি তার পায়ে ও হাতে লাগে। গুরুতর আহত অবস্থায় হাজিকুল শেখ নামে ওই ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুনের মামলার আসামি হাজিকুল তিন দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল। এ দিন সকালে সে যখন বালিয়াডাঙার বাজারে যাচ্ছিল তখন দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এই হামলার পিছনে কারা সে সম্পর্কে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।
|
মেখলিগঞ্জের বাজারে আগুন, ভষ্মীভূত ১৭টি দোকান |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সোমবার গভীর রাতে কোচবিহারের মেখলিগঞ্জ বাজারে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা রাত ২টো নাগাদ টের পেয়ে দমকলে খবর দেন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু বাজারটি ঘিঞ্জি হওয়ায় তত ক্ষণে ১৭টি দোকান পুড়ে গিয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কী ভাবে আগুন লেগেছে সেই বিষয়ে নিশ্চিত ভাবে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ বা দমকল। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
|
বেইরুটে ইরানের দূতাবাসে হামলা, হত ২২ |
সংবাদ সংস্থা • বেইরুট |
লেবাননের রাজধানী বেইরুটে ইরানের দূতাবাসে আজ পর পর দু’টি বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননে ইরানের সাংস্কৃতিক অ্যাটাশে ইব্রাহিম আনসারিও রয়েছেন। লেবানন সরকারের এক আধিকারিক জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
লেবাননের সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম বিস্ফোরণটি আত্মঘাতী হামলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক জন ইরানের দূতাবাসের পাঁচিলের দিকে দৌড়ে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছেন। দ্বিতীয় বোমটি গাড়িতে রাখা ছিল। লেবাননে ইরানের রাষ্ট্রদূত, সাংস্কৃতিক অ্যাটাশে ইব্রাহিম আনসারির মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন। ইরানের রাষ্ট্রদূত এই ঘটনার জন্য ইজরায়েলকে দায়ী করেছেন। যদিও ইজরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। |