গত ২৪ ঘণ্টায় অসমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’টি হাতির মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে নামরূপের হাপজানে। পুলিশ সূত্রে খবর, গত প্রায় মাসখানেক ধরে দলছুট একটি মাকনা হাতি হাপজান, কামারগাঁও, বরহাট এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। রবিবার হাপজান চা বাগানের ভিতর দিয়ে যাওয়া উচ্চ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে হাতিটির মৃত্যু হয়। অন্য দিকে, আজ সকালে জামুগুড়িহাটের হাকমাপথার এলাকায় একটি হাতি নীচ দিয়ে যাওয়া বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মারা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় আগেও, একই ভাবে তিনটি হাতির মৃত্যু হয়েছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি। এরই পাশাপাশি, শোণিতপুরের হাসচরা চা বাগানের ১৩ নম্বর লাইনে হাতির আক্রমণে দেবরি গোয়ালা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বন দফতর এই হাতি মৃত্যু নিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলবে বলে এক বনকর্তা এ দিন জানিয়েছেন।
|
গজরাজের ব্যাটিং এ বারও নজর কাড়ল। পড়ল ভাল হাততালি। এতে উৎসাহিত গজরাজ পরের বলটা একটু এগিয়ে এসে অনেকটা স্টেপ আউটের কায়দায় খেলে দিতেই ছয়। একেবারে গ্যালারিতেই পড়ল। ফের হাততালির ঝড়। শুঁড়ে ব্যাট জড়িয়ে এই ভাবেই রবিবার সার্কাসের উদ্বোধনী শো মাতিয়ে রাখল গজরাজ। যা দেখে মুগ্ধ অনেকে বলেই দিলেন, ‘এটা কিন্তু এক্কেবারে টি টোয়েন্টি ধামাকা। |