বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রান্নাঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে, বালির বাদামতলায়। পুলিশ জানায়, মৃতের নাম মীরারানি কুমার (৭৬)। পুলিশ সূত্রের খবর, বাদামতলায় চণ্ডীচরণ জ্যোতির্ভূষণ লেনে ছোট ছেলে সুবীররের সঙ্গে থাকতেন মীরাদেবী। তাঁর অন্য দুই ছেলে কর্মসূত্রে নেপাল ও জয়পুরে থাকেন। এ দিন দুপুরে বাড়িতেই ছিলেন মীরাদেবী। বাড়ির দরজায় তালা দিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন সুবীরবাবুর স্ত্রী সুপ্রীতিদেবী। বাড়ি দুপুর আড়াইটে নাগাদ বাড়ি ফিরে এসে ডাকাডাকি করেও মীরাদেবীর কোনও সাড়া পাননি তিনি। এর পর তিনি দেখেন রান্নাঘরের মেঝেতে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। তাঁর শরীরের নীচের অংশ ও থুতনির কাছে পুড়ে গিয়েছে। পুলিশ জানায়, সুপ্রীতিদেবীর চিৎকারেই জড়ো হন স্থানীয়েরা। আসে বালি থানার পুলিশ। পুলিশ জানায়, রান্না ঘরে ওই বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা গেলেও অন্য কোনও জিনিসে আগুন লাগেনি। গ্যাস সিলিন্ডার এবং ওভেন অক্ষত রয়েছে। তবে মীরাদেবী যেখানে পড়ে ছিলেন, সেখান থেকে একটি দেশলাই কাঠি উদ্ধার হয়েছে। সামনে রাখা ছিল একটি স্টোভও। পুলিশের অনুমান, দেশলাই কাঠি দিয়ে স্টোভ জ্বালাতে গিয়েই কোনও ভাবে মীরাদেবীর শাড়িতে আগুন লাগে। তিনি ভাল করে হাঁটতে পারতেন না বলে জেনেছে পুলিশ।
|
রান্নাঘরে বৃদ্ধার দগ্ধ দেহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রান্না ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে বালির বাদামতলা এলাকার ঘটনা। মৃতের নাম মীরারানি কুমার (৭৬)। তদন্তকারীদের অনুমান, স্টোভ জ্বালাতে গিয়ে কোনও ভাবে ওই বৃদ্ধার শাড়িতে শাড়িতে আগুন লেগে যায়। দেহের পাশ থেকে একটি দেশলাই কাঠি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাদামতলায় চণ্ডীচরণ জ্যোতির্ভূষণ লেনের বাসিন্দা ওই বৃদ্ধা ছোট ছেলে সুবীর কুমারের কাছে থাকতেন। ভাল করে হাঁটাচলা করতে পারতেন না। তাঁর অন্য দুই ছেলে কর্মসূত্রে নেপাল ও জয়পুরে থাকেন। এ দিন দুপুরে মীরাদেবীকে বাড়িতে তালা বন্ধ করে রেখে তাঁর ছোট পুত্রবধূ সুপ্রীতি মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। দুপুর আড়াইটে নাগাদ তিনি ফিরে ডাকাডাকি করেও শাশুড়ির কোনও সাড়া পাননি। রান্না ঘরের জানলা দিয়ে দেখেন, মেঝেতে তিনি পড়ে রয়েছেন। তাঁর শরীরের নীচের অংশ এবং থুতনির কাছে পুড়ে গিয়েছে। সুপ্রীতির চেঁচামেচিতে স্থানীয় লোকেরা জড়ো হন। ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, রান্না ঘরের অন্য জিনিসে আগুন লাগেনি। গ্যাস সিলিন্ডার এবং ওভেন সবই অক্ষত রয়েছে।
|
গলার নলি কাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মৃতদেহ উদ্ধার হল। সোমবার, বালির আনন্দনগরের একটি খাল থেকে। খালের দেহটি দেখেন স্থানীয়েরা। পরে নিশ্চিন্দা থানার পুলিশ এসে দেহটি তোলে। পুলিশের অনুমান, ওই যুবককে অন্য কোথাও খুন করে এনে খালে ফেলা হয়েছে।
|
শালিমারে পিসবোর্ডের গুদামে আগুন |
হাওড়ার শালিমারে ৯ নম্বর কয়লাডিপোয় পুড়ে গেল পিসবোর্ডের এই গুদামটি। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটা নাগাদ। পুলিশ ও দমকল সূত্রে খবর, এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের সাতটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ওই গুদামটি বৈধ কি না, তা খতিয়ে দেখছে দমকল। আগুন লাগার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
|
শ্রীরামপুর মহকুমা তৃণমূল ছাত্র-যুব-শ্রমিক সংগঠনের উদ্যোগে রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন হয় শহরের বিপি দে স্ট্রিটে। বিভিন্ন সামাজিক কর্মসূচিও নেওয়া হয়েছিল।
|
খাল থেকে এক যুবকের গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালির আনন্দনগরে। |