টুকরো খবর
মিজোরামে প্রচারে সনিয়া
ভোটার তালিকা তৈরির সময় মায়ানমারের অনুপ্রবেশকারীরা মিজোরামে বিস্তর সমস্যা সৃষ্টি করেছিল। যার জেরে মিজোরামে দ্বিতীয়বার ভোটার তালিকা তৈরি করতে হয়। আজ কংগ্রেসের নির্বাচনী প্রচারে এসে কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী বলেন, “কেন্দ্রীয় সরকার মিজোরামের অনুপ্রবেশ সমস্যা বিষয়ে অবগত। এ নিয়ে যথোচিত ব্যবস্থা নেওয়া হবে।” শনিবার প্রধানমন্ত্রীর ঝটিকা সফরের পর আজ কংগ্রেস সভানেত্রী লুংলে শহরে দলের হয়ে প্রচারে অংশ নেন। এদিন লেংপুই বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে লুংলে যান সনিয়া। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী লাল থানহাওলা, এআইসিসি সাধারণ সম্পাদক অম্বিকা সোনি, লুইজিনহো ফেলেইরো ও লুংলে জেলার তিন কংগ্রেস প্রার্থী। সনিয়া বলেন, “অনুপ্রবেশ ও পড়শি দেশ গুলির সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে কেন্দ্র যথেষ্ট আন্তরিক। রাজ্যে হাইড্রোকার্বনের সঞ্চয় ও আহরণের ব্যাপারেও কেন্দ্র পদক্ষেপ নিচ্ছে। এর ফলে বহু যুবকের কর্মসংস্থান হবে। হাইড্রোকার্বন বিক্রির মুনাফা রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।” তিনি আশ্বাস দেন, “নির্মীয়মাণ কালাদান, তুইরিয়াল ও তুইভাই জলবিদ্যুৎ প্রকল্প এবং কালাদান মাল্টি মডেল পরিবহন প্রকল্পের কাজ শীঘ্রই শেষ হবে।”

বার্তা এনসিপি-র
সাম্প্রদায়িকতা-বিরোধী যে কোনও ফ্রন্টেই তারা থাকতে পারে বলে জানিয়ে দিল এনসিপি। দরজা খোলা রাখল বিজেপি বাদে সব দলের জন্যই। কেন্দ্রে ইউপিএ জোটে থাকলেও বিভিন্ন রাজ্যে এনসিপি নানা দলের সঙ্গে জোটে আছে। দিল্লিতে বামেদের সাম্প্রদায়িকতা-বিরোধী সম্মেলনে তারা যোগ দিয়েছিল। কেরলে তারা বামেদের এলডিএফের শরিক। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোটে তাদের জোট হয়েছিল তৃণমূলের সঙ্গে। কিন্তু আগামী লোকসভা ভোটেও এ রাজ্যে তাদের ওই জোট সমীকরণই থাকবে, তা বলছেন না এনসিপি নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক তথা কেন্দ্রের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী তারিক আনোয়ার সোমবার প্রেস ক্লাবে বলেন, “পশ্চিমবঙ্গে আমরা দলকে ছড়াতে চাই।”

গুলিতে জঙ্গির মৃত্যু
যৌথবাহিনীর সঙ্গে সংঘাতে মারা গেল এক জঙ্গি। পুলিশ জানায়, আজ ভোরে অরুণাচল প্রদেশের হাসং অঞ্চলে আসাম রাইফেল্স ও পুলিশের এক যৌথ বাহিনীর সঙ্গে এনএসসিএন (আইএম) জঙ্গিদের গুলির লড়াই হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে এক নাগা জঙ্গির মৃত্যু হয়েছে। উদ্ধার হয় একটি একে-৫৬ রাইফেল।

কলকাতায় নয়া ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার
দায়িত্ব নিলেন পূর্ব ভারতের নয়া ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের স্কট ফার্সেডন উড। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের অফিস সোমবার এ কথা জানিয়েছে। উড ২০০৮ থেকে এ বছর পর্যন্ত আমেরিকায় ছিলেন। এই সময়ে তিনি ওয়াশিংটন ডিসি-তে ব্রিটিশ দূতাবাসের স্ট্র্যাটেজিক থ্রেটস এবং পরে রাজনৈতিক বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক বিভাগের প্রধান থাকাকালীন তিনি ২০১২-য় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখেছিলেন। ওয়াশিংটনের আগে ওই কূটনীতিক লন্ডনের বিদেশ দফতরে পশ্চিম ও দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেছেন দু’বছর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজের ছাত্র উড দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। এমবিএ-ও করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “কলকাতার সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত গভীর। আমার কাছে তো বটেই, আমার স্ত্রীর কাছেও ভারতের বিশেষ আকর্ষণ আছে। এ দেশে অনেক বার বেড়াতে এসেছি। এ বার বেশি দিন ধরে দেশটাকে দেখার সুযোগ পেলাম ভেবে খুব ভাল লাগছে।” ভ্রমণ, শিল্প, ইতিহাস, ফোটোগ্রাফিতে বিশেষ উৎসাহ রয়েছে উডের। পছন্দ করেন পোষা কুকুরকে নিয়ে বেড়াতে যেতে। স্ত্রী ও তিন ছেলেমেয়ের সঙ্গে সময় কাটানোই তাঁর সব চেয়ে পছন্দের।

মোদীর বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনে কংগ্রেস
ফের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। তাদের দলীয় প্রতীককে ‘রক্তাক্ত হাত’ বলার জন্য যে দিন নির্বাচন কমিশনের নোটিস পেয়েছিলেন, তার পর দিনই ছত্তীসগঢ়ের এক সমাবেশে মোদী সনিয়া গাঁধীকে আক্রমণ করেন। কংগ্রেস সভানেত্রীর অসুস্থতা নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ছত্তীসগঢ়কে যে অর্থসাহায্য দেওয়া হচ্ছে, সেই টাকা কী ইতালি থেকে আসছে। নরেন্দ্র মোদী এই মন্তব্যে সে দিনই ক্ষোভ প্রকাশ করেছিল কংগ্রেস। এ দিন তারা ফের কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, বিজেপির স্বীকৃতি বাতিল করা হোক। কংগ্রেসের অভিযোগ, বিজেপি কিংবা তাদের কর্মীরা প্রতিনিয়ত নির্বাচনবিধি ভাঙছে। এ ভাবে চললে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটে বাধা পড়বে।

কেজরিওয়ালের মুখে কালি সাংবাদিক বৈঠকে
দলের সাংবাদিক বৈঠক চলছিল। এমন সময় হঠাৎই সভার মাঝখানে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই কালি ছিটিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়ালের মুখে। সোমবার বিকেলের এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যিনি কালি ছিটিয়েছেন, তাঁর নাম নচিকেতা মাভেলকর। ওই ব্যক্তি নিজেকে বিজেপির কর্মী এবং অণ্ণা হজারের সমর্থক বলে দাবি করেছেন। তিনি বলেছেন, “অণ্ণা বার বার আম আদমি পার্টির কর্মীদের তাঁর নাম ব্যবহার না-করার কথা বলছেন। অথচ ওঁরা সেটাই করছেন। এঁরা সমাজের চোখে কলঙ্ক।” বিজেপির অবশ্য দাবি, নচিকেতা তাদের দলের সদস্য নন। ঘটনার প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল বলেছেন, “স্বার্থান্বেষী লোকজন আমাদের ভয় পায়। তাই এ ধরনের আক্রমণ।”

যৌন হেনস্থায় শুনানি
সুপ্রিম কোর্টের এক সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ইনটার্নশিপ চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। সেই মহিলা ইনটার্ন মঙ্গলবার তিন সদস্যের কমিটির সামনে উপস্থিত হয়ে দু’ঘণ্টা ধরে নিজের অভিযোগ নথিভুক্ত করলেন। কমিটির সদস্যদের কাছে তাঁর পরিচয় গোপন রাখার আর্জি জানিয়েছেন তিনিা। এই বিষয়ে অভিযোগ ওঠার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের নির্দেশে তদন্তের জন্য একটি কমিটি গঠিত হয়। ২০ নভেম্বর ওই মহিলাকে ফের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।

দাঙ্গা নিয়ে রাজ্যকে সতর্ক করবে কেন্দ্র
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে, রাজ্যে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ ততই বাড়বে বলে আশঙ্কা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ২১ নভেম্বর রাজ্য পুলিশের ডিজি-দের সম্মেলনে এই বার্তাই দেবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে। অনুমান, মুজফ্ফরনগরের মতো সংঘর্ষের পুনরাবৃত্তি রুখতে তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদেরই সতর্ক থাকতে হবে। উত্তরপ্রদেশের পাশাপাশি বিহার, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও জম্মু-কাশ্মীর নিয়েও দুশ্চিন্তায় কেন্দ্র।

হাসপাতালে কালাম
পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। শুক্রবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে মাথায় আর চোখে চোট পান কালাম। সাময়িক ভাবে জ্ঞানও হারান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দু’তিন দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ব্রহ্মের সফল উৎক্ষেপণ
শব্দের থেকে দ্রুতগামী যুদ্ধ-মিসাইল ব্রহ্মের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ভারতীয় সেনা সূত্রের খবর, রাজস্থানের পোখরানে সোমবার সকাল ১০:৫৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণে প্রমাণিত, উৎসস্থল থেকে ২৯০ কিলোমিটার দূরত্বের কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ব্রহ্ম। অনেক বড় ও কঠিন লক্ষ্যকেও ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.