বোলপুরে জামিন মঞ্জুর
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা সারদার দুই সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এবং মনোজকুমার নাগেলের জামিন মঞ্জুর করল বোলপুর আদালত। সরকারী আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “সারদার কর্ণধার সুদীপ্ত সেন, দুই সহযোগী দেবযানী ও মনোজকে সোমবার বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষের এজলাসে হাজির করানোর দিন ছিল। অন্য আদালতে হাজিরা থাকায় তিনজনই এখানে অনুপস্থিত ছিলেন। তবে দুই সহযোগীর জেল হাজতে থাকার নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে, তাই এসিজেএম ওই দু’জনের জামিন মঞ্জুর করে ২ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।” অন্য একটি মামলায় এ দিনই দেবযানীকে সিউড়ি সিজেএম আদালতে তোলা হয়েছিল। সেখানে তাঁকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তদন্তকারী অফিসারের আবেদনের প্রেক্ষিতে তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়।
|
জাতীয় স্তরের আলোচনা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
রথীন্দ্রনাথের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী। শ্রীনিকেতনে শিক্ষাসত্রের উদ্যোগে ‘রথীন্দ্রনাথ ঠাকুর: এক নিভৃতচারী শিল্পীসত্তা’ শীর্ষক জাতীয় স্তরের এক আলোচনা এবং তাঁর জীবন ও শিল্পকর্মের বিষয় নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন হয়েছে। দু’দিনের জাতীয় স্তরের আলোচনা এবং ওই প্রদর্শনী শুরু হয়েছে শিক্ষাসত্রের সন্তোষ পাঠশালায়। আলোচনা ছাড়া রয়েছে তাঁর কর্মকাণ্ড নিয়ে তৈরি ‘নির্মাণ’ বিষয়ক একটি চলচিত্র প্রদর্শন।
|
গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • নানুর |
গোপন সূত্রে খবর পেয়ে নানুরের কীর্ণাহারের এক ব্যক্তির বাড়ি থেকে ২৫৪ বোতল বেআইনি দেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনপুকুর পাড়ের বাসিন্দা রঘুনাথ সাহার বাড়িতে বেআইনি মদ মজুত রয়েছে খবর পেয়ে রবিবার রাতে হানা দেয় পুলিশ। ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি এই কারবার চালাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
|
কারখানায় আগুন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বোলপুরের কাশিমবাজার এলাকায় নারকেল তেলের একটি কারখানায় সোমবার আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। |