টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যু ঠিকা শ্রমিকের
ডিএসপি কোকওভেন প্ল্যান্টে একটি দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকাশ্রমিকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। ডিএসপি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ ইমামুদ্দিন (২৯)। বাড়ি আমরাইয়ে। শেখ মাসুদ আলি এবং শেখ নুরুল নামে আরও দু’জন ঠিকা শ্রমিক জখম হয়েছেন। তাঁদের ডিএসপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডিএসপি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় কোকওভেন প্ল্যান্টে কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিকেরা। সেখানে গাইড কার এবং কোক কার নামে বিশেষ দু’টি গাড়ি পর পর আসা যাওয়া করে থাকে। গাইড কার যাওয়ার পরে কোক কার আসার আগে নির্দিষ্ট পথে না গিয়ে ওই ঠিকা শ্রমিকেরা ‘শর্টকাট’ নিয়ে পাশের এক জায়গায় চলে যান। সেই সময় হঠাৎ-ই কোক কার চলে আসে। দু’জন ঝাঁপ দিয়ে সরে গেলেও একজন চাপা পড়ে যান। দুর্ঘটনার পরে কারখানার ভিতরেই ঠিকা শ্রমিকেরা উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট প্রশিক্ষণের পরেই ঠিকা শ্রমিকদের ‘গেট পাস’ দেওয়া হয়। সামান্য ভুল বোঝাবুঝির ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে জানান তিনি।

কম বেতনের নালিশ খনিতে
ঠিকা শ্রমিকেরা সরকার নির্ধারিত বেতনের অর্ধেকের কম পান, এমন অভিযোগে কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতৃত্বে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন ঠিকাশ্রমিক ও খনিকর্মীরা। সোমবার অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ওই বিক্ষোভ হয়। বিক্ষোভ শেষে কর্তৃপক্ষের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। ঠিকা শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত দৈনিক ৪৬৫ টাকার কম বেতন দেওয়া হয় তাঁদের। সংগঠনের নেতা দুর্গাদাস মুখোপাধ্যায় অভিযোগ করেন, কয়েক জন খনিকর্মী চার মাস প্রাপ্য জ্বালানি কয়লা পাননি। এ ছাড়া, খনির মধ্যে হাওয়া চলাচলের ব্যবস্থা ভালো নয়। তাঁর দাবি, ভবিষ্যতে ব্যক্তিগত জমি অধিগ্রহণ করতে হলে সেই জমির কয়লা খননের আগেই জমিহারাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

দাঁড়ায় না বহু ট্রেন, ক্ষোভ
এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে সোমবার পূর্বরেলের জেনারেল ম্যানেজার জি সি অগরওয়ালের হাতে দাবিপত্র তুলে দিলেন কংগ্রেসের বর্ধমান (শিল্পাঞ্চল) জেলা কমিটির নেতৃত্বে কংগ্রেস সমর্থকেরা। তাঁদের দাবি, উখড়ার মতো একটি গুরুত্বপূর্ণ খনিশহরে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের কোনও স্টপেজ নেই। জেলা কমিটির সদস্য তথা উখড়ার বাসিন্দা কৃষ্ণ রায় জানান, গৌহাটি-চেন্নাই, এনজেপি-দিঘা, ঝাঝা-কন্যাকুমারিকা, বনাঞ্চল, ঝাঝা-ডিব্রুগড়ের মতন আটটি এক্সপ্রেস ট্রেন যায় উখড়া দিয়ে। কিন্তু একটি ট্রেনেরও উখড়ায় স্টপেজ নেই। কৃষ্ণবাবুর দাবি, বারবার রেলের স্থানীয় দফতরে এ ব্যাপারে বলেও কোনও লাভ হয়নি। তাই তাঁরা এ দিন দাবিপত্র দেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেনারেল ম্যানেজার।

আসানসোলে সাহিত্যসভা
প্রয়াত বামপন্থী লেখক চন্দ্রশেখর মুখোপাধ্যায় স্মরণে একটি অনুষ্ঠান হল আসানসোল ট্রিনিটি ট্রাস্ট সভাকক্ষে। রবিবার সন্ধ্যায় আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ লেখকের স্মৃতিতে একটি পুরস্কার তুলে দিল কবি ও গীতিকার মুক্তি রায়চৌধুরীর হাতে। এ দিন ১২ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। লেখকের সাহিত্য জীবন নিয়ে আলোচনা করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ মুখোপাধ্যায় এবং প্রতিভারঞ্জন মুখোপাধ্যায়। ছিলেন কবি বিকাশ গায়েন, অসীমকৃষ্ণ দত্ত প্রমুখ।

ছাত্র সঙ্ঘের জয়
বীরকুলটি আদিবাসী ক্লাব আয়োজিত ফুটবলে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল ছাত্রসঙ্ঘ মেটাল ধাওড়া। সোমবার বীরকুলটি মাঠে তারা গঙ্গাতুলসি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।

আলোচনাচক্র
‘পশুপালন ও জীবিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করল অন্ডাল ব্লক প্রাণিসম্পদ বিকাশ কেন্দ্র। সোমবার সেখানে ছিলেন প্রাণিসম্পদ আধিকারিক সুব্রত দে-সহ ব্লক স্তরের কর্তারা।

জয়ী যুবশক্তি
মহকুমা ফুটবল লিগে জিতল রামেশ্বরপুর যুবশক্তি ক্লাব। সোমবার কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে মিলন সঙ্ঘকে ৭-০ গোলে হারায় তারা।

কোথায় কী

বর্ধমান

পঞ্চদশ বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সংস্কৃতি লোকমঞ্চ। সন্ধ্যা ৬টা।

বটুকেশ্বর দত্ত স্মরণে মেলা। খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.