ওজনে ফাঁকি, জরিমানা ২৬ কোটি |
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের ফল পেতে শুরু করেছে ক্রেতা সুরক্ষা দফতর। ব্যবসায়ীরা ওজনে কম দেওয়ায় এ বছর ইতিমধ্যেই ২৬ কোটি টাকা জরিমানা আদায় করেছে ওই দফতরের অধীন ডিরেক্টরেট অব লিগাল মেটালার্জি বিভাগ। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর কথায়, “দফতরের অফিসারেরা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করায় জরিমানা হিসেবে রাজকোষে এত টাকা জমা পড়েছে। এটা প্রশংসনীয়।” মন্ত্রীর দাবি, একমাত্র এ রাজ্যেই ক্রেতা সুরক্ষায় পৃথক দফতর রয়েছে। অসাধু ব্যবসায়ীদের হাতে ক্রেতারা যাতে প্রতারিত না-হন, সেই জন্য আলাদা ক্রেতা সহায়তা কেন্দ্রও গড়া হয়েছে। তৈরি হয়েছে হাজারখানেক ‘কনজিউমার ক্লাব’। তারা ক্রেতাদের সচেতন করছে। ব্যবসায়ীদের মধ্যে সততার বোধ জাগাতে প্রতি বছর নৈতিক বিক্রেতা পুরস্কার দেওয়ার বিষয়ে নজর দিতে বলেছেন অমিতবাবু। এ দিনের অনুষ্ঠানে ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে এবং হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেনও। |
বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ, সোমবার। অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠকও হবে আজই। শোকপ্রস্তাবের পর আজ অবশ্য অধিবেশন মুলতবি হয়ে যাবে। এই অধিবেশনে বেশ কিছু বিল আসার কথা। এই অধিবেশনের শেষেই আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর বিধানসভার ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান হবে। ৪ ডিসেম্বর লোকসভার স্পিকার মীরা কুমারের বক্তৃতা করার কথা। থাকার কথা রাজ্যপালেরও। অনুষ্ঠানের সমাপ্তির দিন বক্তৃতা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। |