টুকরো খবর
তিনটি দুর্ঘটনায় উলুবেড়িয়ায় মৃত ৪
তিনটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। রবিবার ভোরে উলুবেড়িয়ার নিমদিঘিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা ও ছেলের। এ দিন ভোরেই অন্য একটি পথ দুর্ঘটনায় উলুবেড়িয়া মনসাতলায় মৃত্যু হয়েছে এক যুবকের। অন্য দিকে, এ দিনই সকালে একটি রেল দুর্ঘটনায় স্টেশনে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার যদুরবেড়িয়ার বাসিন্দা সনৎ বন্দ্যোপাধ্যায় (৬৩) এবং তাঁর ছেলে সুশান্ত বন্দ্যোপাধ্যায় (৩১) শনিবার সন্ধ্যায় কার্তিক পূজা করতে গিয়েছিলেন ফুলেশ্বরে। রবিবার ভোরে পুজো শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। সে সময়ে কোলাঘাটগামী একটি গাড়ি তাঁদের ধাক্কা মারলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। টহলদারি পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়া মনসাতলায়। পেশায় খবরের কাগজ বিক্রেতা ভবানী মণ্ডল (২৩) নামে এক যুবক আত্মীয়ের বাড়ি কার্তিক পুজোর নিমন্ত্রণ খেয়ে উলুবেড়িয়া নিজ্জতপাড়ায় বাড়ি ফিরছিলেন। সে সময়ে কোলাঘাটগামী একটি গ্যাস ট্যাঙ্কার তাঁর সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ি দু’টি আটক করেছে পুলিশ। তৃতীয় দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে উলুবেড়িয়া রেল স্টেশনে। অসতর্ক ভাবে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় উলুবেড়িয়ার বাজারপাড়ার বাসিন্দা দিলীপ মণ্ডল (৫৮) নামে এক ব্যক্তির। চারটি দেহই ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছিনতাইয়ের অভিযোগ গ্রেফতার
সব্জি বিক্রেতাদের থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে রবিবার আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ সেখানকার বৌবাজার মোড় থেকে মিন্টু দত্ত নামে ওই দুষ্কৃতীকে ধরে। তদন্তকারী অফিসারেরা জানান, ধৃতের বাড়ি পিয়ারাবাগান এলাকায়। তার কাছ থেকে একটি গুলি-ভর্তি পাইপগান উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, শেওড়াফুলি হাটে সব্জি কিনতে আসা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করছে দুষ্কৃতীরা, ইদানীং এমন অভিযোগ আসছিল পুলিশের কাছে। রবিবার সূত্র মারফত খবর পেয়ে পুলিশ বৌবাজার মোড়ে হানা দিয়ে মিন্টুকে ধরে ফেলে। তদন্তকারী এক অফিসার জানান, মিন্টুর সঙ্গীরা পালিয়ে যায়। তাদের খোঁজ চলছে। ধৃত মিন্টুর বিরুদ্ধে নিজের ভাইপোকে খুন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শিশু দিবসে নানা অনুষ্ঠান
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার শিশুদিবস পালন করল উত্তরপাড়া সিটিজেন্স ফোরাম। ১২৪ তম জন্মদিনে স্মরণ করা হল পণ্ডিত জওহরলাল নেহরুকে। গত আঠারো বছর ধরেই বিশেষ এই দিনটি উদ্যাপন করে আসছেন ওই সংগঠনের কর্মকর্তারা। এ দিন অনুষ্ঠানে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রায় তিনশো শিশু উপস্থিত ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের দাবি, প্রায় ছ’শো জনের স্বাস্থ্য পরিক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিখরচায় ওষুধও দেওয়া হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিকুলের মা সারদা আশ্রমের প্রব্রাজিকা সেবাপ্রাণা-সহ বহু বিশিষ্টজন।

সাংস্কৃতিক অনুষ্ঠান
সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণ মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার বাগনানে। চন্দ্রভাগা গ্রামের চাঁদরায়তলা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় জগদ্ধাত্রী ভক্ত ক্লাব। উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, বাগনান-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জিয়াউল হক প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠানে জমে ওঠে আসর। ছিল আতসবাজি প্রদর্শনী।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.