টুকরো খবর
দেরিতে আসায় ছাঁটাই বেশি ভারতে
মারাত্মক যানজট, বাচ্চাকে স্কুলে দিতে যাওয়া, খারাপ আবহাওয়া থেকে শুরু করে অ্যালার্ম বাজেনি এমন অজুহাত বসদের চেনা। দেরি করে অফিসে ঢুকলেই এর যে কোনও একটা কারণ হিসেবে তুলে ধরেন কর্মীরা। ন’টি দেশে সমীক্ষা করে একটি সংস্থা দেখেছে, সব দেশেই কর্মীরা ছাঁটাই হন দেরিতে অফিসে ঢোকার জন্য। এর মধ্যে শীর্ষে ভারত। প্রতি বছর অন্তত ৪২% কর্মী দেরি করে অফিসে আসায় চাকরি খোয়ান। ভারতের পরেই তালিকায় ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, চিন এবং শেষে ইতালি।

ইয়েদুরাপ্পার প্রতিনিধিরা মোদীর সভায়
আসবেন ও দলে ফিরবেন এমন জল্পনা ছিল পুরো মাত্রায়। শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে মোদীর সভায় নিজে গেলেন না বি এস ইয়েদুরাপ্পা। পাঠালেন তাঁর প্রতিনিধিদের। বিজেপি সূত্রের খবর, ওই প্রতিনিধিদের সঙ্গে এক প্রস্ত কথা হয়েছে মোদীর। যা কার্যত ইয়েদুরাপ্পার ঘরে ফেরার পথে প্রথম পদক্ষেপ বলেই মনে করছেন বিজেপি নেতাদের একাংশ। লোকসভা নির্বাচনে কর্নাটকে ভাল ফল করতে রাজ্য বিজেপি-র একাংশ চাইছিলেন, আজ মোদীর ওই সভামঞ্চেই আনুষ্ঠনিক ভাবে দলে ফিরে আসুন ইয়েদুরাপ্পা। বিজেপি-তে মিশে যাক তাঁর দল কর্নাটক জনতা পক্ষ। সেই প্রত্যাশায় সভাস্থল ও তার আশপাশ ভরিয়ে দেওয়া হয়েছিল মোদী ও ইয়েদুরাপ্পার হাতে-হাত ধরা পোস্টার ও কাট আউটে। কিন্তু বিজেপি-র অন্দরে এখন তাঁকে ঘিরে কিছু দ্বিধা রয়েছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত নিজে সভাস্থলে আসা থেকে বিরত থাকেন প্রাক্তন ওই বিজেপি নেতা। বিজেপি সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের একাংশ, বিশেষ করে লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজরা মনে করেন, দক্ষিণের প্রথম বিজেপি শাসিত রাজ্যে ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল দুর্নীতির দায়ে। লোকসভা ভোটের আগে তাঁর না ফেরাই ভাল। কারণ কংগ্রেস তাতে দুর্নীতি প্রশ্নে বিজেপি-কে আক্রমণ করার বাড়তি সুযোগ পেয়ে যাবে। তাই দলের ওই অংশের বক্তব্য, নির্বাচনের পরে সরকার গড়ার পরিস্থিতি তৈরি হলে তখনই না হয় এনডিএ জোটে যোগ দিক ইয়েদুরাপ্পার দল। যদিও রাজ্য বিজেপি নেতাদের একটি বড় অংশ চায়, লোকসভার আগেই প্রত্যাবর্তন ঘটুক ইয়েদুরাপ্পার। নয়তো রাজ্যে লিঙ্গায়ত ভোট পেতে সমস্যায় পড়বে বিজেপি।

ব্যবসায়ীর গায়ে আগুন
নিজের দোকানেই দুষ্কৃতীদের হাতে অগ্নিদগ্ধ হলেন এক ব্যবসায়ী। শিলং-এর বিষ্ণুপুর এলাকার ঘটনা। পুলিশের সন্দেহ, ইনার লাইন পারমিটের দাবিতে ও বহিরাগত বিতাড়নের জন্য যারা আন্দোলন চালাচ্ছে, এটি তাদেরই কাজ। কাল বাবুয়া টি স্টলে ঢুকে তিন যুবক দোকান মালিক বিশ্বেশ্বর দাসের কাছে মিষ্টি খেতে চায়। তিনি পিছন ফেরা মাত্র তিন দুষ্কৃতী গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। কাছেই থাকা মীনারাম যোশি ও মিটিল্ডা মাল্লাই সিয়েম বিশ্বেশ্বরবাবুকে বাঁচাবার চেষ্টা করে জখম হন। ৫০% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বেশ্বরবাবুকে। গত মাসেই মতফ্রেনের ব্যবসায়ী বিকাশ নন্দওয়াল একই ভাবে দুষ্কৃতীদের হাতে দগ্ধ হয়ে মারা যান।

ট্রাক লুঠের দায়ে ধৃত মেঘালয়ের ৩ পুলিশকর্মী
ডাকাতির অভিযোগে গ্রেফতার হলেন মেঘালয় পুলিশের এক অফিসার ও দুই কনস্টেবল। পুলিশ জানায় ৭ নভেম্বর মাওরিংকেং গ্রামের কাছে শিলং বাইপাসে একটি ট্রাক থামিয়ে প্রায় ২০ লক্ষ টাকার তামা, পিতল, অ্যালুমিনিয়াম লুঠ হয়। তদন্তে নেমে পুলিশের স্পেশ্যাল সেল জানতে পারে, ঘটনায় তিন পুলিশকর্মী জড়িত। পূর্ব খাসি হিলের এসপি এম খারক্রাং জানান, শিলচর থেকে গুয়াহাটিগামী একটি ট্রাক হাইজ্যাক করে তিন পুলিশকর্মী ও তাদের সঙ্গীরা। চালক ও সহকারীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ট্রাক থেকে প্রায় আড়াই হাজার কিলো ওজনের দেড়শ বস্তা স্ক্রাপ নামিয়ে নিয়ে চালক ও সহকারীকে ছেড়ে দেয় লুঠেরার দল।

বিজেপির দাবি
অটলবিহারী বাজপেয়ী কেন ভারতরত্ন পেলেন না, রবিবার এমনই দাবি তুলল বিজেপি। রাজ্যসভার বিরোধী নেতা রবি শঙ্কর বলেন, “ছত্তীসগঢ় গঠনে বাজপেয়ীর অবদান ছিল সব চেয়ে বেশি। তিনিই ভারতের সর্বাধিক জনপ্রিয় প্রধানমন্ত্রী। পরবর্তী সাধারণ নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে তা হলে দলের তরফে বাজপেয়ীকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে।”

নাবালিকা ধর্ষণ
আইএএফ অফিসারের বাড়ির পরিচারকের বিরুদ্ধে ১৫ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তের নাম জগদীশ। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায়। গুরুতর জখম অবস্থায় মেয়েটিকে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয় ধর্ষণ। অভিযুক্তকে জগদীশকে গ্রেফতার করেছে রাজধানীর পুলিশ।

বিমানের মতো শৌচাগার ট্রেনে
এক্সপ্রেস ট্রেনেও মিলবে বিমানের মতোই ঝকঝকে শৌচাগার। ভারতীয় রেল মন্ত্রকের উদ্যোগে দিল্লি-অমৃতসর লাইনে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে এই ব্যবস্থা চালু হবে। পরে দূরপাল্লার অন্য ট্রেনেও এমন শৌচাগার তৈরি করা হবে।

রাহুলের ক্ষমা চাওয়া উচিত, বললেন জয়রাম
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নোটিস পেয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এ বার তাঁর দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ জানালেন, ওই মন্তব্যের জন্য সনিয়া-পুত্রের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। যদিও পরে রমেশ দাবি করেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে। তিনি রাহুল গাঁধীকে ক্ষমা চাইতে বলেননি। সেপ্টেম্বর মাসে এক গোষ্ঠী-সংঘর্ষে মুজফ্ফরনগরে ৬০ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পরে রাজস্থান এবং মধ্যপ্রদেশে দলীয় সমাবেশে গিয়ে রাহুল বলেছিলেন, মুজফ্ফরনগরের ওই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। তরুণদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এ হেন মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। রাহুলের হাতে নোটিস ধরায় নির্বাচন কমিশন। ইতিমধ্যে তাদের জবাবও দিয়েছেন তিনি। তার পরই এ বার রাহুলকে ক্ষমা চাইতে বলে বিতর্ক উস্কে দিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম। দিল্লিতে এক অনুষ্ঠানে জয়রাম বলেন, “রাহুল যা বলবেন বা করবেন, আমি সে নিয়ে কিছু বলতে পারব না। কিন্তু আপনারা যদি বলেন, উনি কী বলতে চেয়েছিলেন, সেটা ওঁর ব্যাখ্যা করা উচিত এবং ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তা হলে আমি আপনাদের সঙ্গে একমত।” আগেও অবশ্য প্রকাশ্যে রাহুলের ভুল ধরেছেন জয়রাম। এর আগেও তিনি বলেছিলেন, রাহুল দল নিয়ে বড় বেশি ভবিষ্যতের কথা ভাবছেন। সামনেই ভোট, সে বিষয়ে তাঁর চিন্তা কম। সে বারও মুখে কুলুপ এঁটেছিল দল। আর এ বারও দল জয়রামের বক্তব্য থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছে।

কংগ্রেস-বিজেপি তরজা চলছেই
গুজরাত পুলিশের বিরুদ্ধে বেঙ্গালুরুর এক তরুণীর উপর নজরদারি করার অভিযোগের তদন্ত সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে করানোর দাবি তুললেন কংগ্রেস সাংসদ জয়ন্তী নটরাজন। আর এক কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাসের কথায়, “ওই তরুণীর ঘটনাই প্রমাণ করে দিচ্ছে গুজরাতে মহিলাদের ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু নেই। সরকার চাইলেই যে কারও ব্যক্তিগত জীবনে নাক গলাতে পারে। যা সংবিধানের পরিপন্থী।” পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তাদের অভিযোগ, কংগ্রেস মোদীকে কলঙ্কিত করার জন্য নোংরা রাজনীতি করছে। বিজেপি মুখপাত্র মীনাক্ষি লেখি বলেন, “পিতার অনুরোধেই তাঁর কন্যার উপর নজরদারি চালিয়েছিল গুজরাত পুলিশ। গোটা বিষয়টি নিয়ে পিতা বা কন্যার কোনও অভিযোগ নেই।”

কোর্টের ২ রায়
স্বামীর সম্পত্তিতে অধিকার থাকলেও শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনও অধিকার থাকবে না মহিলাদের। রবিবার এই কথা জানাল বম্বে হাইকোর্ট। এক মহিলা চিকিৎসক শ্বশুরবাড়িতে থাকার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। বিচারপতি এ দিন বলেন, শ্বশুর-শাশুড়ির ইচ্ছার বিরুদ্ধে ওই বাড়িতে থাকার অধিকার দেওয়া সম্ভব নয়। স্বামীর সম্পত্তিতে তিনি অধিকার দাবি করতে পারেন। বয়স্ক শ্বশুর শাশুড়ির সম্পত্তিতে নয়। এ দিন আরও একটি উল্লেখযোগ্য রায় দেয় বম্বে আদালত। রবিবার আদালত বলে, কোনও খুনের ঘটনায় পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের উপর ভিত্তি করেই অভিযুক্তকে দোষীকে প্রমাণ করা যেতে পারে। তার জন্য হত্যার কারণ জানা সম্ভব না হলেও সমস্যা নেই।

অটলের জন্য দাবি
অটলবিহারী বাজপেয়ী কেন ভারতরত্ন পেলেন না, রবিবার এমনই দাবি তুলল বিজেপি। রাজ্যসভার বিরোধী নেতা রবি শঙ্কর বলেন, “ছত্তীসগঢ় গঠনে বাজপেয়ীর অবদান ছিল সব চেয়ে বেশি। তিনিই ভারতের সর্বাধিক জনপ্রিয় প্রধানমন্ত্রী। পরবর্তী সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাজপেয়ীকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.