স্মরণে মান্না দে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
প্রয়াত শিল্পী মান্না দের স্মরণে একটি অনুষ্ঠান হল পুরুলিয়ার জিমন্যাস্টিক ক্লাবে। শনিবার পুরুলিয়ার শিল্পীদের সম্মিলিত প্রয়াসে এই অনুষ্ঠান হয়। অন্যতম উদ্যোক্তা সুজিত ঘোষ জানান, শিল্পীর গানেই প্রয়াত এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তাঁর স্মৃতিচারণা করেন সুরকার লোকেশ মুখোপাধ্যায় ও গীতিকার বরুণ ঘটক। অন্য দিকে, গত শনিবার আদ্রা রেল শহরের একটি সংগঠনের উদ্যোগে স্থানীয় নর্থ ইন্সস্টিটিউট হলে ‘জীবনের জলসাঘরে’ শীর্ষক একটি অনুষ্ঠান হয়। এ ভাবেই মান্না দে’কে শ্রদ্ধা জানান আয়োজকরা।
|
আবৃত্তি উৎসব
নিজস্ব সংবাদদাতা • আমতা |
সম্প্রতি দু’দিন ব্যাপী সারা বাংলা আবৃত্তি উৎসব হয়ে গেল আমতার কানপুরে। ‘সম্পা’ পত্রিকার উদ্যোগে সেবাসঙ্ঘ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ১২০ জন আবৃত্তিকার যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ঊর্মিমালা বসু, প্রণতি ঠাকুর, কৌশিক সেন, শোভনসুন্দর বসু প্রমুখ বিশিষ্ট জন।
|
লেসিং প্রয়াত
সংবাদসংস্থা • লন্ডন |
নোবেলজয়ী সাহিত্যিক ডোরিস লেসিং মারা গেলেন। বয়স হয়েছিল ৯৪। বিখ্যাত উপন্যাস ‘দ্য গোল্ডেন নোটবুক’-এর লেখিকা ২০০৭ সালে নোবেল পান। প্রায় ৫৫-রও বেশি গল্প-উপন্যাস-গদ্য-কবিতা লিখে গিয়েছেন তিনি। তৈরি করেছেন নানা বিতর্কও। কখনও বলেছেন, ‘৯/১১-র ঘটনা যতটা বলা হয়, ততটা সাঙ্ঘাতিক নয়।’ কখনও বলেছেন, ‘জর্জ বুশ একটা প্রাকৃতিক বিপর্যয়’।
|
জনসংযোগ বাড়াতে রবিবার জেলা পুলিশের উদ্যোগে রামপুরহাট রক্তকরবী মঞ্চে হয়ে গেল
অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করছেন সত্যানন্দ দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা। —নিজস্ব চিত্র। |