আফ্রিকায় স্মার্টফোনের জন্য নতুন চার্জার
সংবাদ সংস্থা • কেপ টাউন |
এখন থেকে বাড়িতে লোডশেডিং থাকলেও স্মার্টফোনটিকে চার্জ করা যাবে। এবং তা সম্ভব হবে ‘হাইড্রোজেন ফুয়েল সেলস’-এর মাধ্যমে। নতুন এই প্রযুক্তির খোঁজ দিয়েছে একটি ব্রিটিশ সংস্থা। আগামী ডিসেম্বর মাসেই প্রায় ১০ লক্ষ ‘হাইড্রোজেন ফুয়েল চার্জার’ দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার বাজারে আনতে চলেছে ওই সংস্থা। আফ্রিকার মতো দরিদ্র দেশে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। তাই আফ্রিকা থেকেই ব্যবসা শুরু করছে সংস্থাটি। এ কথা জানান সংস্থার কর্ণধার আমার সাম্রা। তিনি আরও জানিয়েছেন, ইদানীং বাজারে অনেক ধরনের চার্জার রয়েছে। কিন্তু ‘হাইড্রোজেন ফুয়েল চার্জার’-এর ভাবনা একেবারে নতুন। মূলত, স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য এই চার্জারটি আনা হয়েছে। স্মার্টফোন ব্যবহারের মাত্রা দিন দিন যে হারে বেড়েছে তাতে কাজ চালানোর জন্য প্রতি চার ঘণ্টায় এক বার ফোনে চার্জ দিতে হয়। আর তার জন্য খরচ হয় বেশ খানিকটা বিদ্যুৎও। নতুন এই চার্জারটি যেমন পরিবেশবান্ধব তেমনই এর খরচও কম। ৫ ডলারের থেকেও কম দামে এই চার্জারের কার্টিজ কেনা যাবে। অন্য দিকে, দুবাইয়ের একটি সংস্থা সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে দিনে চল্লিশটির মতো ফোনে চার্জ দেওয়ার মতো যন্ত্র তৈরি করেছে।
|
মহাকাশে শোনা যায় পাখির গান
সংবাদ সংস্থা • লন্ডন |
আলো নেই, বাতাস নেই প্রাণ নেই, এমনকী অভিকর্ষও নেই। এই নেই রাজ্যে কিন্তু শব্দ আছে। ভোরবেলায় ঘুম ভেঙে পাখিরা মনের আনন্দে গান গাইলে ঠিক যেমন শব্দ হয় অনেকটা ঠিক তেমনই। মহাকাশে ঘুরতে থাকা বিভিন্ন কৃত্রিম উপগ্রহ, আর মহাকাশযান থেকেই তৈরি হয় এই শব্দ। এমনটাই জানালেন লেস্টার স্পেস রিসার্চ সেন্টারের গবেষক অ্যান্ড্রু উইলিয়ামস। এত দিন ধরে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা বিভিন্ন উপগ্রহের রেকর্ড করা শব্দ নিয়ে গবেষণা চালিয়েই জানা গিয়েছে এই তথ্য। অ্যান্ড্রু জানিয়েছেন, এই প্রথম মহাকাশের শব্দ রেকর্ড করা সম্ভব হল। মূলত ২০০১ সালে ক্লাস্টার-২ উপগ্রহের রেকর্ড করা শব্দের উপর গবেষণা চালানো হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই শব্দ শোনা সম্ভব ছিল না। বিভিন্ন পদ্ধতিতে সেই শব্দের পরিবর্তন করেছে এখন মানুষের শ্রুতিগ্রাহ্য করা হয়েছে। ব্রিটেনের লেস্টার বিশ্ববিদ্যালয়ে এখন এই শব্দ সাধারণ মানুষের শোনার জন্য খুলে দেওয়া হয়েছে। |