পঞ্চায়েত হারানোর আশঙ্কা কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
আবারও মুরারই কংগ্রেসে বিরাট ধস নামাতে সক্ষম হল তৃণমূল। রবিবার মুরারই ১ পঞ্চায়েত সমতির তিনটি (মুরারই,চাতরা, পলসা) পঞ্চায়েতের কংগ্রেস সদস্যরা তৃণমূলে যোগ দেন। প্রসঙ্গত, মোট পঞ্চায়েত ৭। তার মধ্যে ৫টি কংগ্রেস পরিচালিত।
শুধু তাই নয়, এ কে ইনস্টিটিউশন মাঠের ওই অনুষ্ঠানে মুরারই ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের ধীমান সাহা-সহ দুই দলীয় সদস্য, মুরারই ১ ব্লকে সাত বছর ধরে সভাপতির পদ সামলানো ও নলহাটি বিধানসভার উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী আব্দুর রহমান (লিটন), জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফ আলি, ব্লকের আর এক নেতা সুজয় দাস, মুরারই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর পিপাড়া-সহ কংগ্রেসের বিরাট অংশ তৃণমূলে যোগ দেন। এ দিন প্রায় তিন হাজারের বেশি লোক সমাবেশে উপস্থিত ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক আশিস বন্দোপাধ্যায় কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। প্রত্যেকের দাবি, এ দিনের পর মুরারইয়ে কংগ্রেস বলে আর কিছু থাকল না। অনুব্রত অবশ্য মুরারইয়ে সার্বিকভাবে উন্নয়ন ঘটানোর আশ্বাস দেন। কংগ্রেস ছেড়ে যাওয়ার পিছনে জেলা কংগ্রেসের সাংগঠনিক কাজকর্মে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন আব্দুর রহমান-সহ অন্যান্য নেতৃত্ব। জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের মঙ্গল কামনা করছি। তবে দাবি এতে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।” |
বিশ্বভারতীতে প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
রবিবার তোলা নিজস্ব চিত্র। |
৫৬তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শনিবার থেকে শুরু হয়েছে বিশ্বভারতীর নন্দনে। উদ্যোক্তা ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম। প্রদর্শনীর আহ্বায়ক তথা সঙ্গীত ভবনের অধ্যাপক তারক সেনগুপ্ত জানান, মোট ২৯টি দেশের ৯৫টি আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। শনিবার বিশ্বভারতীর কলাভবনের নন্দনের দোতলায় এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। ভারত, চিন, শ্রীলঙ্কার মতো দেশগুলির পাশাপাশি রয়েছে অন্যান্য মহাদেশর একাধিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রও। এই প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন রবীন্দ্রভবনের অধিকর্তা, অধ্যাপিকা তপতি মুখোপাধ্যায়, কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানা প্রমুখ। |
ধান জমিতে কঙ্কাল
নিজস্ব সংবাদদাতা • নানুর |
ধানখেত থেকে কঙ্কালের বেশ কিছু অংশ উদ্ধার করল পুলিশ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় নানুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ধান কাটতে গিয়ে নানুরের বাগদি পাড়া সংলগ্ন একটি জমিতে কঙ্কালের কিছু অংশ পড়ে থাকতে দেখেন চাষিরা। পাশে পড়েছিল একটি জামা ও প্যান্ট। খবর পেয়ে দুপুর ১টা নাগাদ পুলিশ সেগুলি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও মেরে কঙ্কালের অংশ কেউ এখানে ফেলে গিয়েছে। সম্ভবত এটি পুরুষের। মাস দু’য়েক আগে খুনের ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। |
ব্লক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • নানুর |
শনিবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় হাইস্কুলে হয়েছে ১৫তম ব্লক সম্মেলন। উপস্থিত ছিলেন ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষ, স্থানীয় বিধায়ক গদাধর হাজরা, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। |