প্রতিবাদে নক আউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় দেওয়ানগঞ্জ মা মনসা ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারাল নওয়াডাঙাল আদ্যাশক্তি ক্লাব। ১১ নভেম্বর স্থানীয় স্কুল মাঠে ওই খেলা হয়। ১৩ নভেম্বর দ্বিতীয় দিনের খেলায় কুমারপুর কালীমাতা ক্লাবের বিরুদ্ধে খেলতে নামে পারুলিয়া তরুণ সঙ্ঘ। ১৫ ডিসেম্বর ফাইনাল। ক্লাবের ক্রীডা সম্পাদক কেশব ভাণ্ডারী জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ১০ হাজার এবং ৭ হাজার টাকা দেওয়া হবে।
|
জেলা ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
বীরভূম ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার হয়েছে বোলপুর স্টেডিয়ামে। কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রলয় নায়েক বলেন, “এই প্রতিযোগিতায় জেলার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৩৬৬ জন পড়ুয়া ৬৬টি ইভেন্টে যোগ দিয়েছিল। ওই প্রতিযোগীরা প্রথমে ব্লক ও পরে মহকুমা স্তরে সাফল্য পেয়ে জেলা স্তরে প্রতিযোগিতায় নামে। জেলা স্তর থেকে সফল প্রতিযোগীরা আগামী ১৫-১৬ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।”
|
মেগা ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
ম্যানেজার পাড়া আদিবাসী শান্তি সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় নক আউট ‘মেগা ফুটবল’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বারাসত কোহিনুর সঙ্ঘ। মেমারি ফুটবল অ্যাকাডেমিকে তারা ১-০ গোলে হারায়। ১১ নভেম্বর স্থানীয় মাঠে ওই খেলা হয়। বারাসতের পূর্ণ মালিক ম্যান অব দ্য ম্যাচ এবং মেমারি সুখলাল মাড্ডি ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ক্লাবের আহ্বায়ক প্রদীপ সিংহ জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৭ হাজার এবং ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। |