টিম গড়তে হিমশিম রঞ্জন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মার্কোস ফালোপা ইস্তফা দিয়েছেন। আর্মান্দো কোলাসো নতুন কোচ নির্বাচিত হলেও এখনও শহরে আসেননি। এই অবস্থায় ইস্টবেঙ্গল টিম গড়তে গিয়ে স্টপ গ্যাপ কোচ রঞ্জন চৌধুরী পড়েছেন মহাসমস্যায়। কলকাতা লিগের শীর্ষে থাকা রঘু নন্দীর এরিয়ানের বিরুদ্ধে টিম নামাতে গিয়ে লাল-হলুদের সহকারী কোচ রঞ্জনের মাথায় হাত। চার জন ফুটবলার ভারতীয় দলে। উগা ওপারা, মোগা, লোবো-সহ পাঁচ জনের চোট। নওবা সিংহ ভাইয়ের বিয়েতে বাড়ি চলে গিয়েছেন। এই অবস্থায় স্টপারে গুরবিন্দরের সঙ্গী কাকে করবেন, রাইট ব্যাকে খাবরাকে আনলে মাঝমাঠ কী ভাবে সাজাবেন তা নিয়ে চিন্তায় রঞ্জন। “সামনে বড় ম্যাচ। সেটা ভাবতে হচ্ছে। আবার ম্যাচটা জিততেও হবে,” অনুশীলন করিয়ে ফিরে বললেন তিনি। গত চারবারের সাক্ষাতে চিডি-মোগাদের তিন বার হারিয়েছে এরিয়ান। এ বারও কি সেই জয়ের ধারা বজায় রাখতে পারবেন ময়দানের ‘জায়ান্ট কিলার’ রঘু নন্দী। তা সত্ত্বেও শুক্রবার এরিয়ান কোচের মুখে সতর্কতা। বললেন, “গত চার বারের মধ্যে তিন বার জিতেছি। কিন্তু আমার দলে জুনিয়র ফুটবলারের সংখ্যা বেশি। বড় দলের বিরুদ্ধে খেলার চাপ বা অভিজ্ঞতা নেই।” তাঁর ধারণা অ্যাস্ট্রোটার্ফের জন্য ইস্টবেঙ্গল এগিয়ে। উগা ও মোগার চোট। সুয়োকা চোট সারিয়ে ফিরে এ দিন কিন্তু পুরো অনুশীলন করেন। আজ তাই চিডি এবং সুয়োকাকে দিয়ে শুরু করবেন ঠিক করেছে ইস্টবেঙ্গল। “সুয়োকাকে ম্যাচ ফিট করতে হবে। ওকে প্রথম দলে রাখতেই পারি।” আর জাপানি মিডিও বলে গেলেন, “এখন আমি অনেকটাই সুস্থ।” সুয়োকার লক্ষ্য নিজেকে ফিট করে তোলা। এডে চিডি আবার গোলে ফিরতে চান। বহু দিন গোল নেই তাঁর। এ দিন বললেন, “এরিয়ান ম্যাচে জিততে চাই। গোল করতে চাই।” দুই বিদেশির সঙ্গেই সদ্য প্রাক্তন কোচ ফালোপার ঝামেলা ছিল। ফালোপা বিদায় হয়েছেন, এখনই তো নিজেদের প্রমাণ করার সময়।
|
জি ভি মভলঙ্কর জাতীয় শুটিংয়ে জোড়া সোনা জিতলেন বাংলার ১২ বছর বয়সি শুটার সোহিনী সান্যাল। ওপেন সাইট রাইফেল প্রোন-এ জুনিয়র ও সিনিয়র দুই বিভাগেই সোনা পান শ্রীরামপুরের মেয়েটি। আসানসোলে এই মিটে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবের শুভঙ্কর প্রামাণিক ফ্রি রাইফেল থ্রি পজিশন জুনিয়র বিভাগে সোনা পান। জয়শ্রী দাস স্পোর্টস রাইফেল থ্রি পজিশনে জুনিয়র বিভাগে সোনা জেতেন।
|
বাগুইআটি ইউনাইটেড ক্লাবে সারা বাংলা আমন্ত্রণী ক্যারাটে শনি ও রবিবার।
|
শনিবারে
কলকাতা লিগ
ইস্টবেঙ্গল: এরিয়ান (যুবভারতী ৪-০০)। |