টুকরো খবর |
আচমকা পরিদর্শনে জেলাশাসক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিভিন্ন দফতরের আধিকারিকদের আগেই জানিয়েছিলেন, ‘কাজে ফাঁকি চলবে না। প্রয়োজনে কাজ দেখতে কাউকে না-জানিয়ে এলাকায় পৌঁছে যাবেন।’ এটা যে শুধু কথার কথা ছিল নাএ বার তা বোঝালেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক গুলাম আলি আনসারি। কাউকে না-জানিয়ে আচমকাই বৃহস্পতিবার শালবনি ব্লক অফিসে হাজির হলেন তিনি। বিডিও জয়ন্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহদু’জনই অবশ্য তখন নিজেদের দফতরে ছিলেন। কেন এমন পরিদর্শন? জেলাশাসক কোনও জবাব দেননি। নেপালবাবু শুধু বলেন, “বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক এসে সমস্ত কিছুই খতিয়ে দেখেন।” তিনি বিডিও’র কাছে বিভিন্ন প্রকল্পের খুঁটিনাটি জানতে চান। ত্রয়োদশ অর্থ কমিশন, বিআরজিএফ-এর মতো প্রকল্পের কিছু টাকা ব্লকে পড়ে রয়েছে জানতে পেরে নিজের অসন্তোষ গোপন করেননি তিনি।
|
অস্বাভাবিক মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গাছ কাটতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তাপস সাহু (৩৪)। শুক্রবার সকালে সবংয়ের সার্ত্তা পঞ্চায়েতের বীরকোটা গ্রামের ঘটনা। ওই গ্রামেরই বাসিন্দা তাপসবাবু এ দিন সকালে বাড়ির কাছেই একটি খিরিশ গাছ কাটতে যান। তিনি গাছের ওপরে বসেই গাছটি কাটছিলেন। কিছুক্ষণ পরে এলাকার লোক হঠাৎ দেখেন, গাছের ওপরেই বিশালা এক ডালে চাপা পড়ে ঝুলছেন তাপসবাবু। খবর পেয়ে পুলিশ গিয়ে তাপসবাবুর দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, গাছ কাটার সময়েই একটি গাছের ডাল তাঁর ঘাড়ে এসে পড়ে যায়। সেই সময় সামনে থাকা গাছের একটি ডালে মাথা আটকে গিয়ে ঝুলতে থাকেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
অভিযুক্ত পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত এক কংগ্রেস সমর্থককে গ্রেফতার করতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল সবং থানার পুলিশের বিরুদ্ধে। আদাসিমলা এলাকার শ্যামাপদ চৌধুরী নামে ওই কংগ্রেস সমর্থক পুলিশকর্মী দেবব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন জানালেও সবং থানা থেকে তা অস্বীকার করা হয়। |
|