টুকরো খবর
কিশোরী খুনে গ্রেফতার ২
পাঁচলার এক কিশোরীকে খুনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ নভেম্বর জয়পুরের শেওড়াবেড়িয়া গ্রামের কাছে একটি খালের ধার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাঁচলার তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মী রায় (১৭) নামে ওই কিশোরীর দেহ মেলে। তাকে খুনের অভিযোগে বৃহস্পতিবার রাতে আমতার নারিটের বাসিন্দা অষ্ট দলুই এবং তার বন্ধু, চেঙ্গাইলের আয়মাপাড়ার বাসিন্দা তাপস পাত্রকে তাদের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, অষ্ট এবং তাপস বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে এনে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করে। খুনের কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান হাওড়া জেলা পুলিশের এক কর্তা।

পথ দুর্ঘটনায় মৃত ২
মোটরবাইকের সঙ্গে মোটরভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। আহত ৪ জন। শুক্রবার খানাকুলের রামচন্দ্রপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের মধ্যে আছেন মোটরবাইক চালক রাজু দলুই (২৬) এবং রামচন্দ্রপুরের বাসিন্দা, মোটরভ্যানের আরোহী নমিতা মালিক (২৫)।

পাঁচিল ভেঙে জখম
বন্ধ চটকলের পাঁচিল ভেঙে পড়ায় জখম হলেন ২০ জন। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে সাঁকরাইলের রাজগঞ্জে। পুলিশ জানায়, মহরমের তাজিয়া দেখার জন্য গ্রামবাসীরা বন্ধ চটকলের পাঁচিলের ধারে দাঁড়িয়ে ছিলেন। আচমকা পাঁচিলের একটি অংশ ভেঙে পড়ে।

শিশু দিবসে অনুষ্ঠান
শিশু দিবস উপলক্ষে বুধবার মুন্সিরহাটে মেরিগোল্ড স্কুলের উদ্যোগে অনুষ্ঠান হয়। জগৎবল্লভপুরের পাতিহাল বালিকা বিদ্যালয়, নরেন্দ্রপুর তফসিলি প্রাথমিক বিদ্যালয়েও অনুষ্ঠান হয়।

মন্দিরে চুরি
দু’টি মন্দির থেকে চুরি গেল লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না। বৃহস্পতিবার রাতে, হাওড়ার চ্যাটার্জিহাট তদন্ত কেন্দ্রের প্রিয়নাথ ঘোষ লেন ও তাঁতিপাড়া লেনে। শুক্রবার সকালে স্থানীয়েরা দেখেন প্রিয়নাথ ঘোষ লেনের কালী ও বড়বাবার মন্দিরের তালা ভাঙা এবং মূর্তির গয়না নেই। একই অবস্থা তাঁতিপাড়া লেনের লোকনাথবাবা মন্দিরের। সেখানে গেটের তালা খুলে চুরি গিয়েছে মূর্তির অলঙ্কার। দিন কয়েক আগেই নেতাজি সুভাষ রোডে ছুরি দেখিয়ে এক মহিলার হার ছিনতাই হয়। ভাইফোঁটার দিন এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় ডুমুরজলা স্টেডিয়ামের কাছে গাবতলায়। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বাড়লেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

মামা-ভাগ্নের মৃত্যু
বাজারে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মামা-ভাগ্নের। শুক্রবার পাণ্ডুয়া স্টেশনে। মৃতেরা হলেন, শেখ ইনসান (২৭) ও তাঁর ভাগ্নে শেখ রফিক (১৪)। মটুকপুরের বাসিন্দা ইনসান ভাগ্নেকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের সামনে দিয়ে লাইন পেরোতে গিয়ে কাটা পড়েন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.