মন্দার দাওয়াই: আরও বেশি বেসরকারি পুঁজির দরজা খুলছে চিন
সংবাদ সংস্থা • বেজিং |
ঝিমিয়ে পড়া অর্থনীতিকে টেনে তুলতে এ বার বেসরকারি পুঁজির দরজা আরও বেশি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল চিন। এমনকী সরকারি প্রকল্পগুলিতেও বেসরকারি শেয়ার মূলধনকে প্রবশাধিকার দিতে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে চিনা কমিউনিস্ট পার্টি। সংস্কারের হাত ধরেই অর্থনীতিতে খোলা হাওয়া এনে উন্নয়নের পথে ফিরতে চায় চিন। সে ক্ষেত্রে, চিনের কমিউনিস্ট অর্থনীতি পরিণত হবে মিশ্র অর্থনীতিতে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চায়না-র প্রথম সারির নেতাদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল, সরকারি পুঁজিতে পরিচালিত প্রকল্পে এখন থেকে শেয়ার মালিকানা হাতে নিতে পারবে:
• একক মালিকানার বেসরকারি সংস্থা।
• একাধিক মালিকানার সংস্থা।
• একাধিক মালিকানার সংস্থার কর্মীরা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চিন গত দু’বছর ধরেই মন্দার কবলে। আর্থিক বৃদ্ধি ১০ শতাংশ থেকে নেমে এসেছে ৭ শতাংশে। পাহাড়প্রমাণ সরকারি ঋণ অর্থনীতির স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। চিনা সংবাদ মাধ্যম শিনহুয়া জানাচ্ছে, এই পরিপ্রেক্ষিতেই একগুঁয়ে মনোভাব ছেড়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মিশ্র মালিকানার সংস্থা গড়ার দিকে এগোতে চায়। যদিও রাষ্ট্রীয় পুজির প্রাধান্য বহাল রাখা হবে।
|
বন্ড ছাড়বে এসবিআই
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
চলতি অর্থবর্ষে বাজারে ঋণপত্র ছেড়ে ৫,০০০ কোটি টাকা পর্যন্ত তুলবে স্টেট ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য এ কথা জানিয়ে বলেন, এখনও নির্দিষ্ট অঙ্ক বা সময়সীমা স্থির করা হয়নি। |