টুকরো খবর
এনএসএ-র ধাঁচে নজরদারি সিআইএ-র
গোপনে আন্তর্জাতিক লেনদেনের উপর কড়া নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এক বিদেশি সংবাদপত্রের রিপোর্টে প্রকাশিত হল এমনই তথ্য। মার্কিন নাগরিকদের ফোন ও নেটে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-র আড়িপাতার অভিযোগে ইতিমধ্যেই বিতর্কের মুখে ওবামা প্রশাসন। তারই মাঝে সিআইএ-র নজরদারির খবর ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল মার্কিন সরকারকে। বিদেশি ওই সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এনএসএ-র আদলেই আমেরিকার ভিতর ও বাইরে যাবতীয় আর্থিক লেনদেনের রেকর্ড রাখছে সিআইএ। বাদ নেই ‘ওয়েস্টার্ন ইউনিয়ন’-এর মতো বড়ো মাপের কোম্পানিগুলিও। ‘প্যাট্রিয়ট’ আইনের আওতায়, ‘ফরেন ইনটেলিজেন্স সার্ভেইল্যান্স’ কোর্টের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের আর্থিক ও ব্যক্তিগত যাবতীয় তথ্যের রেকর্ড রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে নজরদারির তালিকা থেকে রেহাই পেয়েছে একান্তই ঘরোয়া ও ব্যাঙ্ক লেনদেনের প্রক্রিয়াগুলি। আর্থিক লেনদেনে নজরদারির এই অভিযোগ মানতে নারাজ সিআইএ-র এক কর্তা। তাঁর দাবি, জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও যোগ থাকলে তবেই এমন নজরজদারি চালানো হয়। নজরদারি চালানো হলেও রেকর্ডগুলি কয়েক বছরের মধ্যে নষ্টও করা হয়। সিআইএ-র ওই কর্তার মত, এনএসএ-র নজরদারির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

এক সন্তান নীতিতে ছাড় চিনে
বহুচর্চিত এক সন্তান নীতিতে এ বার খানিক ছাড় দিতে চলেছে চিন। শুক্রবার চিনের সরকারি সংবাদপত্রে জানানো হয়েছে, বাবা-মায়ের মধ্যে যে কোনও এক জন যদি একমাত্র সন্তান হন, তা হলেই তাঁরা দুই সন্তানের জন্ম দিতে পারেন। নেতা-মন্ত্রীদের দীর্ঘ বৈঠক, আলোচনা-র পর এই সিদ্ধান্তে পৌঁছেছে চিন। দেশের বিপুল জনসংখ্যা সামলাতে ১৯৭০ সালে এক সন্তান নীতি প্রয়োগের সিদ্ধান্ত নেয় তারা। বলা হয়, বাবা-মা দু’জনেই যদি এক সন্তান হয়ে থাকেন, তা হলেই শুধুমাত্র দু’টি করে ছেলেমেয়ে থাকতে পারে। রীতিমতো বলপ্রয়োগ করেই আইন মানতে বাধ্য করা হয় দেশের মানুষকে। এ বার সেই আইনের রাশ খানিক হালকা করল চিন।

চক্র ফাঁস
শিশুদের দিয়ে অশ্লীল ছবি তৈরির এক বিশাল চক্র ফাঁস করল কানাডা-পুলিশ। উদ্ধার হল ৩৮৬টি শিশু। তিনশোরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। সেই চক্রে শিক্ষক থেকে ডাক্তার বা সাধু কে নেই। ধৃতদের মধ্যে বেশির ভাগই কানাডার নাগরিক। একটা বড় অংশ মার্কিন। এর মধ্যে কয়েক জন আবার পালিত শিশুদের কাজে লাগিয়েছিল। টরেন্টোর যৌন অপরাধ দমন শাখা জানিয়েছে, আমেরিকার জাতীয় স্তরের বেসবল দলের কোচও যুক্ত। জর্জিয়ার এক স্কুলকর্মী মেয়েদের পোশাক বদলানোর ঘরে লুকিয়ে ক্যামেরা রেখে দিত। সংস্থার অপরাধের ঝুলিতে রয়েছে অন্তত ৫০০টি অশ্লীল ফিল্ম, সাড়ে তিন লক্ষ ছবি, ৯ হাজার ভিডিও।

সমুদ্রে যাত্রী
বিমান থেকে সমুদ্রে পড়ে গেলেন যাত্রী। বিমান মিয়ামির কাছে সমুদ্রের ২০০০ ফুট উপর দিয়ে উড়ছে। তখনই এই কাণ্ড ঘটে। কত জন যাত্রী ছিলেন, কিছু জানা যায়নি। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথা অনুযায়ী, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলট। জানান, হঠাৎই দরজা খোলার আওয়াজ শুনতে পান তিনি। আর তার পরই কোনও এক যাত্রী পড়ে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.