দুর্গাপুজোর আগে থেকেই সব্জির দাম বাড়া নিয়ে চাপানউতোর চলছে রাজ্য জুড়ে। মাঝে বেড়েছে আলু, পেঁয়াজেরও দামও। সরকারের তরফে দাম নিয়ন্ত্রণে নানা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এর মধ্যেই কার্তিক পুজোর আগে বাজারে জিনিসের ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ গৃহস্থদের কপালে।
বৃহস্পতিবার কাটোয়ার বাজারে হানা দিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দিয়েছিল প্রশাসন। সাধারণ ক্রেতারা ভেবেছিলেন পুজোর পাতে হয়তো কিছুটা রেহাই মিলবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল শুক্রবারও আলু বিক্রি হচ্ছে ১৭ টাকা থেকে ১৯ টাকা কেজি দরে। কোথাও কোথাও সরকারি আলু মিললেও তার মান নিয়ে অভিযোগ উঠছে। শুধু আলুই নয়, চড়া দাম অন্য সব্জিরও। ক্রেতারা রসিকতা করে বলছেন, পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গেলেও সব্জির থলি ভর্তি হচ্ছে না। শুক্রবার কাটোয়া শহরের বিভিন্ন বাজারে বেগুন ও পটলের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা কেজি। মাঝারি মাপের ফুলকপি শুক্রবার বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। |
টম্যাটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। পালংশাক বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০ টাকায়। স্থানীয় রামগোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, “কার্তিক পুজোর সময় বাড়িতে অনেক লোকজন আসেন। সব্জির যা দাম তাতে অতিথিদের কাছে কী ভাবে মান রাখব বুঝতে পারছি না।” এ দিন পাঁঠার মাংস কেজি প্রতি ৪০০ টাকার কাছাকাছি ঘোরাফেরা করেছে। মুরগির মাংসের দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। গলদা চিংড়ি, পমফ্রেট, পাবদা, ভেটকি মিলেছে ৫০০-৬০০ টাকা কেজিতে। সুতরাং এ বারের কার্তিক পুজোয় রসনা তৃপ্তির জন্য পকেট একটু বেশিই হালকা হবে, এ বলাই যায়।
পথ দুর্ঘটনায় মৃত্যু। পিক আপ ভ্যান ও মিনিবাসের ধাক্কায় পড়ে গিয়ে মৃত্যু হল বাসের খালাসির। শুক্রবার সকাল আটটা রানিগঞ্জ ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অরবিন্দ কুমার (২৪)। পুলিশ জানায়, ওই ভ্যানটি দরজায় ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। তখনই রাস্তায় পড়ে যান অরবিন্দবাবু। |