এসি থেকে ধোঁয়া, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের এসি মেশিন থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়াল হাসপাতালে। বৃহস্পতিবার সকালে, এনআরএস-এর কার্ডিও থোরাসিক বিভাগের সার্জেন রুমে। দমকলের দু’টি ইঞ্জিন আধঘণ্টায় আগুন নেভায়। দমকল কর্তাদের অনুমান, এসি মেশিনের যান্ত্রিক গোলযোগ থেকে এই বিপত্তি। এ দিনের ঘটনা ফের আঙুল তুলল সরকারি হাসপাতালের রোগী-নিরাপত্তা ব্যবস্থার দিকে। সরকারি হাসপাতালে এসি থেকে ধোঁয়া বেরোনোর ঘটনা প্রায়ই ঘটে বলে অভিযোগ। পিজিতেও কয়েক বার এমন ঘটেছে। এনআরএস-এর সুপার শ্বাশ্বতী মজুমদার বলেন, “যা বলার স্বাস্থ্য দফতরের মুখপাত্র বলবেন।” শহরের বিভিন্ন সরকারি হাসপাতাল সূত্রে খবর, রোগী-পরিষেবায় যে এসি মেশিনগুলি রয়েছে, সেগুলি পুরনো। ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় না। অনেক সময় পরিস্থিতি সামাল দিতে জোড়াতালি দিয়ে কাজ চালানো হয়। ফলে মাঝেমাঝে সেগুলি বিপজ্জনক হয়ে ওঠে। স্বাস্থ্য দফতরের মুখপাত্র সুমন বিশ্বাস বলেন, “হাসপাতালগুলির এসি মেশিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের ইলেকট্রিকাল বিভাগের। সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। তার পরেই আরজিকর-এ পুরো এবং এনআরএস-এর কিছু অংশে এসি মেশিনে টাইমার লাগানো হয়। এসএসকেএম-এর কথা বলতে পারছি না। তবে সব হাসপাতালের এসি মেশিনে টাইমার লাগানোর পরিকল্পনা করেছি।”
|
ওন্দায় আন্ত্রিক
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
ফের আন্ত্রিক দেখা দিল ওন্দায়। এ বার ওন্দার লোদনা অঞ্চলের একেড়া গ্রামে আন্ত্রিকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার থেকেই কয়েকজনের ঘন ঘন পায়খানা হচ্ছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ওই গ্রামের প্রায় ২৩ জন মানুষ এই রোগে অসুস্থ হয়েছেন। যার মধ্যে চারজনকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। লোদনা অঞ্চলের তৃণমূল সভাপতি প্রদীপ বল্লভ বলেন, “বারবার ওন্দা ব্লক এলাকায় কেন আন্ত্রিক হচ্ছে, বোঝা যাচ্ছে না। এ নিয়ে সচেতনতার প্রয়োজন। প্রশাসনের কাছে এলাকায় স্বাস্থ্য শিবির চালু রাখতে অনুরোধ করেছি।” তবে জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গ্রামের নলকূপ ও পুকুরের জল পরীক্ষা করে দেখা হচ্ছে।”
|
ডায়াবেটিস রোধে কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুরে সচেতনতামূলক কর্মসূচি করে জেলা স্বাস্থ্য দফতর। ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, তিন উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারঙ্গি, রবীন্দ্রনাথ প্রধান এবং নিমাই মণ্ডল প্রমুখ। ডায়াবেটিসের ঠেকাতে প্রতিদিন বাছাই করা ফল-সব্জি খাওয়া, অন্তত আধ ঘন্টা হাঁটা, সপ্তাহে অন্তত পাঁচদিন ব্যায়াম করার পরামর্শ দেন স্বাস্থ্যকর্তারা। |