ক্যামেরনের জন্য উত্তরীয়
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য দিল্লি থেকে উপহার গেল বাংলার তসর। সৌজন্যে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দিল্লির প্রগতি ময়দানে ৩৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়ন উদ্বোধন করতে আজ সকালেই উড়ে এসেছিলেন পার্থবাবু। অনুষ্ঠান শেষে দুপুরেই কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। প্যাভিলিয়ন উদ্বোধনের ঠিক আগে পার্থবাবুর গলায় তসরের উত্তরীয় পরিয়ে তাঁকে অভ্যর্থনা জানান দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবে। আধ ঘণ্টা ধরে রাজ্যের প্যাভিলিয়নটি ঘোরার পর পার্থবাবু হঠাৎই ওই ধরনের উত্তরীয়র খোঁজ করেন। কিছুটা হকচকিয়ে যান সবাই। রহস্য ভাঙেন পার্থবাবু নিজেই। হেসে বলেন, “উত্তরীয়টা খুব ভাল। ভাবছি এখান থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য এ ধরনের উত্তরীয় নিয়ে যাব।” প্রসঙ্গত, আজই কয়েক ঘণ্টার জন্য কলকাতায় এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পার্থবাবুর চাহিদামাফিক তড়িঘড়ি তসরের উপর কাঁথা স্টিচের কাজ করা কিছু উত্তরীয় এসে পৌঁছয়। কিন্তু প্রথম দফার উত্তরীয়গুলির রং খুব একটা পছন্দ হয়নি পার্থবাবুর। তখন আরও এক দফা উত্তরীয় নিয়ে আসেন রেসিডেন্ট কমিশনার। তার মধ্যে থেকেই ক্যামেরনের জন্য বোলপুরের শিল্পীদের তৈরি তিনটি উত্তরীয় বেছে নেন শিল্পমন্ত্রী।
|
বিধানসভায় তাঁর আসন পরিবর্তনের কারণ জানতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার চিঠি দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক শিখা মিত্র। তাঁর জিজ্ঞাস্য তিনি শাসক দলের বিধায়ক হওয়া সত্ত্বেও বিধানসভায় তাঁর আসন ট্রেজারি বেঞ্চ থেকে অন্যত্র সরানো হল কী কারণে। তাঁর আরও অভিযোগ, তাঁকে কোনও বক্তব্য পেশের সুযোগ না দিয়েই ওই পরিবর্তন করা হয়েছে। ১৮ নভেম্বর বিধানসভার অধিবেশন শুরু হবে। তার মধ্যেই তিনি স্পিকারের কাছ থেকে নিজের প্রশ্নের জবাব পেতে চান বলে চিঠিতে জানিয়েছেন শিখাদেবী। প্রসঙ্গত, প্রকাশ্যে দলীয় কাজকর্মের সমালোচনা করায় শিখাদেবীকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভায় তাঁর আসন বদল করার জন্য তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকেই স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু শিখাদেবীর দাবি, দল তাঁকে সাসপেন্ড করার কথা জানিয়ে কোনও চিঠি দেয়নি। |