নেতার মৃত্যুতে তিন ব্লকে বন্ধ
নিজস্ব সংবাদদাতা • ধুলিয়ান |
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর দাবি মেনে সমশেরগঞ্জে নাগরিক সুরক্ষা মঞ্চের নেতার মৃত্যুর ঘটনার তদন্তে বৃহস্পতিবার ধুলিয়ানে এলেন দক্ষিণবঙ্গের আইজি অনুজ শর্মা। ঘন্টা দেড়েক এলাকা ঘুরে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। রবিবার রাতে সুরক্ষা মঞ্চের নেতা আখতার হোসেনের দেহ উদ্ধার হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে। পুলিশ এটিকে নিছকই পথ দুর্ঘটনা বলে মনে করলেও এলাকার গ্রামবাসীদের দাবি, এটি খুনের ঘটনা। এর সঙ্গে জড়িত স্থানীয় এক মদ ব্যবসায়ী ও সমাজবিরোধীরা। তারপর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। বুধবার নিহতের বাড়িতে যান এলাকার সাংসদ তথা ও কেন্দ্রীয় আবু হাসেম খান চৌধুরী। তিনি এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেন। এ দিকে বৃহস্পতিবার নিহতের স্মরণে মৌনী মিছিল বার করেন গ্রামবাসীরা। শুক্রবার নেতা এই ঘটনায় ফরাক্কা, সমশেরগঞ্জ ও সুতি-২ ব্লকে ১২ ঘণ্টার বনধ্ ডাকা হয়েছে। এলাকায় আতঙ্কের পরিবেশ থাকায় পুলিশি টহল চলছে।
|
বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। প্রশাসনিক হস্তক্ষেপে বিয়ে বন্ধ হল নাবালিকার। বৃহস্পতিবার শক্তিপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, বছর চোদ্দোর ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বিয়ে ঠিক হয়েছিল নদিয়ার কালীগঞ্জে। পাত্র বছর সতেরোর মহম্মদ শেখ বাবার সঙ্গে দিন মজুরের কাজ করে। বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্তারা। বন্ধ করে দেওয়া হয় বিয়ে।
|
তেহট্ট মহকুমা আন্তঃস্কুল ফুটবলের অনুর্ধ ১৪ ও অনুর্ধ ১৯-এর ফাইনাল খেলা হল বুধবার। তেহট্টের হাসপুকুরিয়া বিদ্যাপীঠের মাঠে ৪ টি জোনের মোট ৮টি স্কুলে ওই খেলায় অংশ নেয়। অনুর্ধ ১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয় কালিগঞ্জ জোনের কামাড়ি হাইস্কুল। অনূর্ধ্ব ১৯ বিভাগে চ্যাম্পিয়ন হয় পলাশিপাড়া এমজিএস বিদ্যাপীঠ। স্পোর্টস কাউন্সিলের সম্পাদক পীযূষ মণ্ডল বলেন, “দুটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স মিলিয়ে ৪টি দল জেলা স্তরে খেলবে।” |