টুকরো খবর
বেটন কাপ বেঙ্গালুরু আর্মি একাদশের
ওএনজিসি-কে ৪-৩ গোলে হারিয়ে ১১৮তম বেটন কাপ জিতল বেঙ্গালুরুর আর্মি একাদশ। বিশ্বের প্রাচীনতম হকি টুর্নামেন্ট জলন্ধরের আর্মি দল তিন বার জিতলেও বেঙ্গালুরুর আর্মি দল প্রথম বার চ্যাম্পিয়ন হল। বাংলা হকির দুর্দিনেও অবশ্য বৃহস্পতিবার সল্ট লেক সাইয়ের মাঠে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলেন হকিপ্রেমীরা। শুরুতে আর্মি তিন গোলে এগোলেও কিছুক্ষণের মধ্যেই ৩-৩ করে ফেলে ওএনজিসি। ম্যচের তিন মিনিট বাকি থাকতে আর্মির সেন্টার ফরোয়ার্ড সাইজু দলের জয়ের গোল করেন। রাজ্য সরকারের এক লাখ ধরে চ্যাম্পিয়ন দল পেল আড়াই লাখ টাকা। এতেই স্পষ্ট, বিশ্বে ভারতের সর্বকালের সবচেয়ে সফল খেলার আর্থিক অনটনে ভোগার ছবিটা!

চুক্তি থেকে বাদ হরভজন, জাহিরও
ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির আওতা থেকে বীরেন্দ্র সহবাগের সঙ্গে বাদ গেলেন হরভজন সিংহ, জাহির খানও। যুবরাজ সিংহ ও গৌতম গম্ভীরকে ‘এ’ থেকে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার যে গ্রেডেশন প্রকাশ করল বোর্ড, তাতে ‘এ’ গ্রেডে মাত্র পাঁচজন। সচিন, ধোনি, কোহলি, অশ্বিন ও রায়না। এঁরা প্রত্যেকেই বছরে এক কোটি টাকার রিটেনারশিপ ফি পাবেন। ওঝা, ইশান্ত, বিজয়, ধবন, উমেশ, পূজারা, জাডেজা, ভুবনেশ্বর ও রোহিত ‘বি’ গ্রেডে, যাঁরা বার্ষিক ৫০ লক্ষ টাকা করে পাবেন। ‘সি’ গ্রেডে বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। এঁরা বছরে ২৫ লক্ষ টাকা করে পাবেন। এই গ্রেডে বাকিরা কার্তিক, মিশ্র, রাহানে, রায়ডু, বিনয়, উনাদকট ও মোহিত।

অন্য খেলায়
চল্লিশ বছর পর কলকাতায় জাতীয় কবাডির আসর। শুরু হল বৃহস্পতিবার। মোট ৩০টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। শেষ হবে শনিবার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.