শহর সবুজ রাখতে মউ সই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা শহরকে নিম্নমাত্রার কার্বন (লো-কার্বন জোন) এলাকা হিসেবে গড়ে তোলা জরুরি। শহরকে সবুজ ও সতেজ রাখতে চায় সরকার। কী ভাবে সে কাজ সম্ভব, তা খতিয়ে দেখতে ব্রিটিশ সরকারের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার এ নিয়ে দু’পক্ষে মউ স্বাক্ষরিত হল। ব্রিটিশ সরকারের শক্তি ও পরিবেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী গ্রেগ বারকার ও মেয়র শোভন চট্টোপাধ্যায় মউ-এ স্বাক্ষর করেন। পুরসভা সূত্রের খবর, ‘ভিশন ২০২০’-কে সামনে রেখে কলকাতা শহরের সবুজায়নের লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে সরকার। শহরে কার্বনের মাত্রা আরও কমাতে এলইডি আলোর ব্যবহারে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে ব্রিটিশ বিশেষজ্ঞদের অভিমত। গ্রেগ বারকার বলেন, “আবহাওয়া ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে। তা ঠেকাতে বাতাসে কার্বনের পরিমাণ কমানো দরকার। এ ব্যাপারে ব্রিটিশ সরকার প্রযুক্তিগত সহায়তা করতে পারে।” মেয়র শোভনবাবু বলেন, “মউ-তে আর্থিক কোনও দায়বদ্ধতা নেই। ওঁরা প্রযুক্তির ব্যাপারে সাহায্য করবেন। চুক্তিতে উভয় পক্ষের মধ্যে কোনও আইনি বাধ্যতা নেই।”
|
গন্ডারের খড়্গ-সহ গ্রেফতার ছয় |
গন্ডারের খড়্গ-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। গত কাল সন্ধ্যায়, মঙ্গলদৈ থানা এলাকার মেনাপাড়ায়, তেজপুর থেকে আসা একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাবার সময় খড়্গটি উদ্ধার হয়। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ধৃতদের মধ্যে তিনজনের কাছে ‘অসম ইন্ডাসট্রিয়াল সিকিওরিটি ফোর্স’-এর পরিচয়পত্র মিলেছে। ধৃতরা জানিয়েছে, গন্ডার হত্যা ও খড়্গ ব্যবসায়ে বনবিভাগের কর্তারাও জড়িত আছেন। পুলিশ তদন্তে নেমেছে। |