ম্যানেজারকে বেঁধে রেখে ব্যাঙ্কে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • বলাগড় |
ব্যাঙ্কের চাবির জন্য গভীর রাতে ম্যানেজারের ঘরে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু চাবি না পেয়ে হাত-মুখ বেঁধে তাঁকে ফেলে রেখে সংলগ্ন ব্যাঙ্কের শাটার ভেঙে ঢুকে কয়েক লক্ষ টাকা নিয়ে পালাল তারা। বুধবার ওই ডাকাতির ঘটনা ঘটে বলাগড় থানার ইনচুুরার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায়। ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল বলেন, “ব্যাঙ্ক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই ওই ঘটনায় জড়িতদের ধরা হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক ডাকাতির কথা জানাজানি হয়। কিছু গ্রাহক এ দিন ব্যাঙ্কে ঢুকতে গিয়ে দেখেন, শাটার ভাঙা। পড়ে রয়েছে তালা। ব্যাঙ্ক ম্যানেজার অধীর সরকার পাশেই একটি ভাড়াবাড়িতে থাকেন। ওই গ্রাহকেরা শাটার ভাঙার কথা অধীরবাবুকে জানাতে গিয়ে তাঁর ঘর থেকে গোঙানির শব্দ পান। ভিতরে ঢুকে তাঁরা অধীরবাবুকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁর বাঁধন খুলে দেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে অধীরবাবুকে নিয়ে ব্যাঙ্কে যায়। তখনই জানা যায়, দুষ্কৃতীরা ভল্ট খুলে কয়েক লক্ষ টাকা হাতিয়েছে। অধীরবাবু বলেন, “তখন ক’টা রাত বলতে পারব না। তিন দুষ্কৃতী কোনও ভাবে আমার দরজা খুলে ঢুকে পড়ে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের চাবি চায়। চাবি আমার কাছে থাকে না। সে কথা বলায় ওরা আমাকে বেঁধে চলে যায়। ভল্টের চাবি ব্যাঙ্কেই থাকে। মনে হয় ওই চাবি দিয়েই ভল্ট খুলে ওরা প্রায় সাড়ে চার লক্ষ টাকা হাতায়।”
|
সরকারের পর দলেও দায়িত্ব ছাঁটাই অরূপের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তৃণমূলের হাওড়া জেলা সভাপতি অরূপ রায়ের দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব কমিয়ে দিলেন দলের রাজ্য নেতৃত্ব। হাওড়া পুরভোটের মাত্র কয়েক দিন আগে রাজ্য নেতৃত্বের এ হেন সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার তৃণমূল কর্মীদের মধ্যে। তৃণমূল রাজ্য নেতৃত্ব দাবি করেছেন, জেলায় সাংগঠনিক ক্ষমতা আরও বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া জেলা তৃণমূল সূত্রের খবর, লোকসভা ভোটের পরেই জেলায় সংগঠনকে আরও মজবুত করার সিদ্ধান্ত নেন দলের রাজ্য নেতৃত্ব। সেই মতো উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বিধায়ক পুলক রায়কে হাওড়া গ্রামীণ তথা উলুবেড়িয়া মহকুমার সভাপতি এবং অরূপ রায়কে হাওড়া সদরের সভাপতি রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু এত দিন তৃণমূলের রাজ্য নেতৃত্ব সেই সিদ্ধান্ত ঘোষণা করেননি। বুধবার হাওড়া গ্রামীণ তৃণমূলের সভাপতি হিসাবে পুলকবাবুর নাম ঘোষণা করা হয়। যার অর্থ, অরূপবাবুর সভাপতিত্বে রইল শুধু হাওড়া সদর তৃণমূল। প্রসঙ্গত, কয়েক দিন আগেই আলুর দাম বৃদ্ধির জেরে মন্ত্রী অরূপবাবুর হাত থেকে কৃষি বিপণন দফতরের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই তাঁর দলীয় দায়িত্বেও কোপ পড়ল।
|
কীটনাশক নিয়ে সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
রাসায়নিক কীটনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার ওই শিবিরের আয়োজন করে কৃষি রসায়নের একটি বহুজাতিক সংস্থা। এ ছাড়া, বিভিন্ন ফসল রক্ষার প্রশিক্ষণ কর্মসূচিও পালিত হয়। মহকুমার কয়েকশো কৃষক এবং খুচরো ব্যবসায়ী শিবিরে যোগ দেন।
|
ক্ষতিপূরণের সঙ্গে চাকরির দাবি তুললেন প্রস্তাবিত ডানকুনি ফ্রেট করিডর এলাকার জমির মালিকদের একাংশ। বৃহস্পতিবার সিঙ্গুর ব্লক অফিসে রেল, জেলা প্রশাসন ও জমির মালিকদের মধ্যে ওই প্রকল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে রেলের কর্তাদের কাছে চাকরির আবেদন জানান সিঙ্গুরের ৪২ জন জমি-মালিকদের কয়েকজন। তাঁরা এর আগেই ক্ষতিপূরণের দাবি জানিয়ে ছিলেন। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “জমির মালিকদের আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের আবেদন রেলের কর্তাদের কাছে পাঠানো হবে। সমস্ত দাবি বিবেচনা করা হবে। এর পরে আর জমি মাপজোক করার সমস্যা রইল না।” বৈঠকে ছিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। প্রশাসন সূত্রের খবর, এ মাসের ২৬-২৭ তারিখ সিঙ্গুরে ওই প্রকল্পে জমি-জরিপের কাজ শুরু হবে। |