|
|
|
|
বিনোদন |
গোয়া চলচ্চিত্র উৎসবে
এই প্রথম উত্তর-পূর্ব বিভাগ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
|
|
গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তর-পূর্বের জন্য এ বার থেকে আলাদা বিভাগ থাকছে। ২০ থেকে ৩০ নভেম্বর, দশ দিনের উৎসবে আগামী ২২ নভেম্বর উত্তর-পূর্ব বিভাগের সূচনা অনুষ্ঠানে দেখানো হবে মিজো ছবি ‘খাওনলুং রান’।
২২ থেকে ২৭ নভেম্বর অবধি চলা উত্তর-পূর্বের চলচ্চিত্র বিভাগে মোট ২০টি ছবি দেখানো হবে। পুরো বিভাগটির পরিকল্পনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র সমালোচক উৎপল বরপূজারি। উৎসবের সামগ্রিক শিল্প নির্দেশনার দায়িত্বে থাকছেন প্রবীন অসমীয় পরিচালক পুলক গগৈ। ছবি দেখাবার পাশাপাশি চলচ্চিত্র উৎসবে উত্তর-পূর্বের চলচ্চিত্রের অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে আলোচনাচক্রের ব্যবস্থাও হয়েছে। অংশ নেবেন অরুণাচলের ইয়েশে দোরজি, মণিপুরের আরিবাম শ্যাম শর্মা, মেঘালয়ের প্যাট্রিসিয়া মুখিম, ত্রিপুরার মীনা দেববর্মা, অসমের মঞ্জু বোরা, মিজোরামের মাপুইয়া চাওংথু, সিকিমের প্রশান্ত রাসিলি ও নাগাল্যান্ডের টিয়ানলা জামির।
‘খাওনলুং রান’ ১৮৫০ সালের প্রেক্ষাপটে পাওই ও লুসেই গ্রামের দুই প্রেমিক-প্রেমিকার মিলন নয়, বিচ্ছেদের কাহিনী। দু’জনের প্রেম, বিরহ ও পাওই গ্রামপ্রধানের নেতৃত্বে খাওংলুংদের উপরে হওয়া রক্তাক্ত হানাদারির ঘটনা পর্দায় তুলে ধরেছেন পরিচালক মাপুইয়া চাওংথু। প্রথম দিনে হাজির থাকতে পারেন সীমা বিশ্বাস, আদিল হুসেন। ডিমাপুরের ‘নাগা ফোক ব্যান্ড’ ও ‘পার্পল ফিউসন’ ব্যান্ডের অনুষ্ঠানও থাকছে।
উত্তর-পূর্ব বিভাগে অসমের ছবিগুলির মধ্যে থাকছে ভূপেন হাজরিকা পরিচালিত ‘রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আরু জয়মতী’, দিলীপ দোলের ‘পানোই জোংকি’, জহ্নু বরুয়ার ‘পাপোড়ি’, জোয়াংডাও বডোসার ‘হাগ্রামায়ো জিনাহারি’, ভবেন্দ্রনাথ শইকিয়ার ‘অগ্নিস্নান’, মিসিং ছবি ‘নারায়ণ শিল’, মঞ্জু বোরার ‘বৈভব--আ স্ক্যাম ইন ভার্স’, গৌতম বরার কার্বি ছবি ‘ওসোবিপো’। হেমেন্দ্রপ্রসাদ বরুয়ার স্মরণে তাঁর প্রযোজনায় তৈরি কল্পনা লাজমির ‘এক পল’, ভূপেন হাজরিকার ‘চামেলি মেমসাহেব’-ও দেখানো হবে।
|
|
|
মুক্তির অপেক্ষায় ‘চাঁদের পাহাড়’। শিশু দিবসে তারই প্রচারে এক ঝাঁক
খুদের সঙ্গে দেব।
বৃহস্পতিবার, নিকো পার্কে। ছবি: কৌশিক সরকার। |
|
|
|
|
|