নতুন ভাবে লক্ষ্যভেদ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
প্রশিক্ষণ নিয়ে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীরা যাতে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় সফল হন, সে জন্য বছর চারেক আগে তৎকালীন জেলাশাসক সৌমিত্র মোহনের ভাবনা থেকে গড়ে উঠেছিল ‘লক্ষ্যভেদ’। সঙ্গী ছিল সেচ্ছাসেবী সংগঠন লিভার ফাউন্ডেশন। সহযোগিতার হাত বাড়িয়েছিল জেলাপরিষদও। জেলাপরিষদের ‘গোলবাড়িতে’ প্রতি রবিবার ওই সব ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস হত সম্পূর্ণ বিনা খরচে। কিন্তু বছর কয়েক যেতে না না যেতেই লক্ষ্যভেদের মূল উদ্দেশ্য বেশ খানিকটা ধাক্কা খেয়েছে। এর কারণ হিসেবে বীরভূম জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায় (যিনি ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন) বলেন, “নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, কলকাতা ও বর্ধমান থেকে খ্যাতনামা শিক্ষকেরা এসে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আসা ছাত্রছাত্রীরা যদি সেই সুযোগ নিতে না পারেন, তা হলে খারাপ লাগে। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এ বার নতুন ভাবনা নিয়েছে ওই সংস্থা। সেটা হল দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ছাড়াও এ বার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হবে। শুধু সিউড়ি শহর নয়, জেলার অন্যান্য প্রান্তের আগ্রহী দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও এ বার প্রশিক্ষণের সুযোগ নিতে পারবেন। সে জন্য আগামী রবিবার একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে নিজেদের জায়গা ৫০ জনের মধ্যে সুনিশ্চিত করতে হবে। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে গোলবাড়িতেই। এ বার ফল অন্য রকম হবে বলে আশা শিবনাথবাবুর। লিভার ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, “জেলার মানুষকে এই বিষয়টিকে একটি সামাজিক উদ্যোগ হিসেবে দেখতে হবে। অথচ সেটা এখনও পর্যন্ত হয়নি।”
|
নারী সুরক্ষা নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
‘পারিবারিক হিংসা নিরোধক আইন ২০০৫’ নিয়ে একটি আলোচনাসভা হয়ে গেল রামপুরহাট রক্তকরবী পুরমঞ্চে। বৃহস্পতিবার রাজ্য মহিলা কমিশন এবং বীরভূম জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় মল্লারপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই আলোচনার আয়োজন করে। লক্ষ্য ছিল সাধারণ মানুষকে ওই আইন সম্বন্ধে সচেতন করে তোলা। আলোচনায় যোগ দিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়, সমাজ কল্যাণ দফতরের জেলা আধিকারিক প্রদীপ কুমার, এসডিও (রামপুরহাট) রত্নেশ্বর রায় প্রমুখ। পারিবারিক হিংসা নিরোধক আইনের সাহায্যে মেয়েরা কী ভাবে নিজেদের সুরক্ষার অধিকার পেতে পারেন, সে বিষয়ে আলোচকেরা বক্তব্য রাখেন। পাশাপাশি তাঁরা বাল্য বিবাহ প্রতিরোধ করে, স্কুলছুটের সংখ্যা কমিয়ে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার বাড়ানোর দিকেও জোর দিতে বলেন। আলোচনায় এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠির মহিলারা যোগ দিয়েছিলেন।
|
ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম সাদ্দাম হোসেন মণ্ডল (১৮)। বুধবার বিকেলে আপ শিয়ালদা-রামপুরহাট লোকালে বাড়ি ফেরার সময় হাত ফস্কে সাদ্দাম রেললাইনে পড়ে যান। |