টুকরো খবর
রাতেও অস্ত্রোপচার নবদ্বীপ হাসপাতালে
সন্তান প্রসবের জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল থেকে আর ফিরতে হবে না কোন প্রসূতিকে। এ বার ২৪ ঘণ্টাই প্রসূতিদের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা থাকছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ১১ নভেম্বর থেকে হাসপাতালে এই ব্যবস্থা চালু হয়েছে। নামে নদিয়া জেলার হাসপাতাল হলেও পড়শি জেলা বর্ধমানের এক বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এর উপর নির্ভরশীল। আর নবদ্বীপের রোগীর চাপ তো থাকেই। ফলে ১২৫ শয্যার এই হাসপাতালে সব সময় উপচে পড়া ভিড়। এত দিন সরকারি হাসপাতালের নিয়ম মাফিক বিকেল চারটের পর আর কোনও অস্ত্রোপচার হত না। অনেক সময়ই রোগীদের কৃষ্ণনগর জেলা হাসপাতাল বা কলকাতার হাসপাতালে রেফার করা হত। ফলে দুর্ভোগে পড়তেন রোগী ও রোগীর পরিজনরা। কিন্তু সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ঠুঁটো জগন্নাথ হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। ছবিটা বদলায় নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের জনস্বার্থ ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা নদিয়া জেলা স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান হওয়ার পর। তাঁর উদ্যোগে জেলার বিভিন্ন হাসপাতালের পরিষেবার মানোন্নয়নের কাজ শুরু হয়েছে। হাসপাতালের সুপার প্রদীপ কুমার দাস বলেন, “এ বার রাতেও প্রসবের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা থাকছে। এর ফলে রেফার সংখ্যা কমবে বলেই আমাদের আশা।” পুণ্ডরীকাক্ষ সাহা বলেন, “তাড়াতাড়ি আরও কিছু পরিষেবা চালুর চেষ্টা চলছে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেককে বলেছি মানুষ যেন অকারণে হেনস্থার শিকার না হন।”

শিশু-মৃত্যুতে বিভাগীয় তদন্ত
এনআরএসে শিশু-মৃত্যুর ঘটনায় স্ত্রী-রোগ বিভাগের ৪ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। স্বাস্থ্য দফতরের তৈরি তদন্ত কমিটি প্রাথমিক ভাবে চিকিৎসক, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের একাংশের গাফিলতির প্রমাণ পেয়েছে। এক নার্স ও এক চতুর্থ শ্রেণির কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। হাসপাতাল সুপারকে কারণ দর্শানোর নোটিস, চার চিকিৎসকের বিভাগীয় তদন্তের সুপারিশও করেছে চার সদস্যের ওই কমিটি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই ফাইল পাঠানো হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বুধবারই তাতে সই করে সম্মতি জানিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এনআরএসে প্রশাসনিক রদবদলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। প্রক্রিয়া মেনে সুপারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হচ্ছে। পরে ধাপে ধাপে রদবদল হবে। গত শনিবার শতাব্দী ঘোষ নামে এক প্রসূতিকে ওয়ার্ড থেকে লেবার রুম পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়ার পথেই প্রসব হয় বলে অভিযোগ। মেঝেয় পড়ে গিয়ে মৃত্যু হয় সদ্যোজাতের।

ডায়াবেটিস সচেতনতায়
ক্রমশ মহামারীর আকার নিচ্ছে ডায়াবেটিস। তা সত্ত্বেও এ নিয়ে সচেতনতা এখনও যথেষ্ট কম। ডায়াবেটিসের খুঁটিনাটি জানাতে শহরে শুরু হল ‘মধুমেহ মেলা’। চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। তার ঠিক আগের দিন বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মেলার আয়োজক ‘ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ ও ‘রিসার্চ সোসাইটি ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস ইন ইন্ডিয়া’। রক্তে শর্করা মাপার পাশাপাশি কী ভাবে ডায়াবেটিস প্রতিরোধ করা যায় সে সম্পর্কে থাকছে নানা তথ্য। রোগীদের খাদ্য তালিকা, ডায়াবেটিস থেকে অন্য কী অসুখ হতে পারে, সে সম্পর্কেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আলিপুরের একটি হৃদরোগ চিকিৎসা কেন্দ্রও এ উপলক্ষে ‘ডায়াবেটিস চেক-আপ সপ্তাহ’ শুরু করেছে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। হাসপাতালের সিইও রূপক বড়ুয়া বলেন, “ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। তবে সে জন্য নিয়মিত চেক-আপ জরুরি।”

অ্যাম্বুল্যান্সের উদ্বোধন আন্দুলে
সম্প্রতি অ্যাম্বুল্যান্স উদ্বোধন ও স্বাস্থ্যশিবির হয়ে গেল হাওড়ার আন্দুলে। আন্দুল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আন্দুল বাজার প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র শিল্পী শঙ্কর চক্রবর্তী, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার, জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্রাচার্য প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.