টুকরো খবর
চাঁদার জুলুমের নালিশ, রাজ্য সড়ক অবরোধ
জগদ্ধাত্রী পুজোর বিসজর্নের শোভাযাত্রার জন্য স্থানীয় একটি ক্লাব চাঁদার জুলুম করছে। এই অভিযোগে বীরনগরের ব্যবসায়ীরা বুধবার সকালে ঘণ্টা তিনেক কৃষ্ণনগর-রানাঘাট রাজ্য সড়ক অবরোধ করেন। পরে বড় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উঠে যায় অবরোধ। অভিযুক্ত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও জানিয়েছে পুলিশ। শুক্রবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে ঘিরে বীরনগরের বেশ কয়েকটি ক্লাবের শোভাযাত্রা বার করার কথা। অভিযোগ, ওই ক্লাবের সদস্যরা ব্যবসায়ীদের কাছ থেকে চড়া চাঁদা চাইছে। না দিতে পারলে নানা রকম হুমকি দেওয়াও হচ্ছে বলে অভিযোগ। বীরনগর রেলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মন্টু দত্ত বলেন, “ওই ক্লাবের লোকজনের দাবি মতো চাঁদা দিতে না পারলে ব্যবসায়ীদের মারধরের হুমকি দেওয়া হচ্ছিল। ফুটপাথের সব্জি ব্যবসায়ীদের কাছ থেকেও ৩০০ টাকা করে চাঁদা দাবি করা হয়। তা দেওয়া কি সম্ভব? তাই আমরা বাধ্য হয়েই আমরা রাজ্য সড়ক অবরোধ করি।” ওই পুজো কমিটির সম্পাদক চন্দন দাস অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “চাঁদার জুলুমের কোনও বালাই নেই। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে।” রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “নির্দিষ্ট অভিযোগ পেলে ওই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সুপারের হস্তক্ষেপে ঠাঁই হাসপাতালে
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের কাছেই পায়ে ক্ষত নিয়ে রাস্তার উপরেই পড়েছিলেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। বুধবার সকালে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে এসে ভর্তির বন্দোবস্ত করে। হাসপাতালের বিছানায় শুয়ে ওই বৃদ্ধা অতি কষ্টে জানিয়েছেন, তাঁর নাম বলেন আনারকলি। তিনি অবশ্য কোনও ঠিকানা জানাতে পারেননি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তথা সহ-অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “এ দিন সকালে হাসপাতালে ঢোকার সময়ে গেটের কাছেই ওই বৃদ্ধাকে পায়ে ক্ষত নিয়ে পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে পড়ি। রাস্তা থেকে তাঁকে তুলে এনে হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করার নির্দেশ দিই।” চিকিৎসক শিঞ্জিনী দাসের তত্ত্বাবধানে ওই বৃদ্ধার চিকিৎসা চলছে। শিঞ্জিনীদেবী বলেন, “ওই বৃদ্ধার ক্ষতের জায়গায় পচন সৃষ্টি হয়েছে। তাঁকে শল্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। পায়ের ক্ষতের অংশটি শল্য চিকিৎসকই দেখবেন।”

লগ্নি-কর্তা ধৃত
প্রতারণার অভিযোগে এক লগ্নি সংস্থার মালিক সোমনাথ অধিকারীকে মঙ্গলবার রাতে হুগলির মগরা থেকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। বুধবার ধৃতকে নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার নবদ্বীপের রাণীরচড়ার বাসিন্দা মনিকা দেবনাথ পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, গত বছর ‘এইসি রিয়েলিটি লিমিটেড’ নামে সোমনাথবাবুর লগ্নি সংস্থায় স্বল্প মেয়াদি প্রকল্পে ৮ হাজার টাকা রাখি। এ বছর টাকার কথা মতো টাকা ফেরত পাইনি। তাই পুলিশের দারস্থ হয়েছি।” নবদ্বীপের আইসি তপন কুমার মিশ্র বলেন, “অভিযোগ হওয়ার দিনই মূল অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

দেড় বছর পর ধৃত অভিযুক্ত
প্রায় দেড় বছর গা ঢাকা দেওয়ার পর ধরা পড়ল খুনের মামলায় অভিযুক্ত বাবন মজুমদার। ২০১২ র জুন মাসে পাড়ার মধ্যে এক গণ্ডগোলের জেরে নবদ্বীপের প্রতাপনগরের বড় প্লটে প্রতিবেশীদের হাতে খুন হন মাঝবয়সী উত্তম বিশ্বাস। ওই ঘটনায় আট জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ হয়। সাতজন ইতিমধ্যে ধরা পড়লেও মূল অভিযুক্ত বাবন এতদিন পলাতক ছিল। দীর্ঘদিন পর সে বাড়ি ফিরলে বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে এ দিনই নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধৃতিমান মণ্ডলের আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের সালার থানার শেখপাড়ার এই ঘটনায় মৃতের নাম আজমিরা বেগম (৩১)। অভিযুক্ত জামশেদ খান পলাতক। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, বছরখানেক আগে আজমিরার বিয়ে হয়েছিল জামশেদের সঙ্গে। আজমিরার প্রথম পক্ষের ছেলেকে নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি চলছিল। মৃতার পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে জামশেদ ছেলেকে মারধর করায় রুখে দাঁড়ান আজমিরা। সেই রাগে শ্বাসরোধ করে খুনের পর আজমিরার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরায় জামশেদ।

তদন্ত দাবি মন্ত্রীর
সমশেরগঞ্জে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের নেতা আখতার হোসেনের মৃত্যুর উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করলেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। বুধবার দুপুরে ধুলিয়ানের চাচণ্ডায় নিহতের বাড়িতে যান তিনি। তখন সেখানে দুই দুষ্কৃতীকে দেখতে পেয়ে মারধর শুরু করেন স্থানীয়রা। মদ-বিরোধী আন্দোলনের নেতা আখতারের দেহ রবিবার মেলে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে।

রাস সম্মান
পুরসভার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় রাস সৃজন সম্মান-২০১২ প্রদান করা হয়েছে। এলাকার বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহার উপস্থিতিতে এক অনুষ্ঠানে পাঁচটি প্রতিমাকে এই সম্মান দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.