বুধবার হুগলি জেলা উদ্যান পালন দফতর ও জেলা পরিষদের উদ্যোগে আরামবাগ এবং পুড়শুড়ায় সরকারি দরে (৩৬ টাকা কিলো) পেঁয়াজ বিক্রি হল। আরামবাগে মহকুমা শাসকের অফিস চত্বরে পসরা সাজিয়ে এবং পুড়শুড়ার সামন্তরোড চৌমাথায় গাড়ি থেকে ২০০ কেজি করে মোট ৪০০ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। মাথা পিছু ৫০০ গ্রাম করে বিক্রি করা হয়। জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক দীপক ঘোষ বলেন-সরকারি ঘোষণা, প্রতি জেলায় দু দিন ধরে পেঁয়াজ বিক্রি করা হবে। সেই মত হুগলিতেও দু দিন ধরে পেঁয়াজ বিক্রি করা হয়। পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে শেওড়াফুলির হোলসেল মার্কেট থেকে।
|
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বনগাঁর অভিযান সঙ্ঘের মাঠ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি স্থানীয় পশ্চিমপাড়া, বাবুপাড়া ও গাইঘাটায়। তাদের কাছ থেকে একটি পিস্তল, ২টি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ছাঁট কাপড়ের একটি গুদাম। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালিপাঁচঘড়ার বাঁধাঘাট সংলগ্ন জে এন মুখার্জি রোডে। রাত সাড়ে ১১টা নাগাদ ঘিঞ্জি এলাকায় তেতলার ওই গুদামে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রতিটি তলাতেই। দমকলের আটটি ইঞ্জিন গভীর রাতে আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। |