টুকরো খবর
জঙ্গিদের হাতে অপহৃত ব্যবসায়ী
তিন বাঙালি ব্যবসায়ীকে অপহরণ করল গারো জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম গারো হিল জেলার টিকরিকিলা এলাকায়। পুলিশ জানায়, ১৫ জনের সশস্ত্র জঙ্গিদলটি টেবরংগ্রের সাপ্তাহিক বাজারে হানা দেয়। সেখান থেকে তিন বাঙালি ব্যবসায়ী— দুলাল রায়, মাণিক রায় ও আবদুল্লা আলিকে তারা অপহরণ করে। অপহৃতদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ওই ব্যবসায়ীরা আদার চালানের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। দুলাল ও মানিক রায় টিকরিকিলারই বাসিন্দা। গারো পাহাড়ে প্রায়শই ব্যবসায়ীদের আটকে রেখে টাকা আদায় করে জঙ্গিরা।

নাগাল্যান্ডের মন্ত্রীকে সরাতে চায় কংগ্রেস
অবিলম্বে নাগাল্যান্ডের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্তমান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ইমকং এল ইমচেনকে মন্ত্রিসভা থেকে অপসারণ না করলে রাজ্যের সুবর্ণজয়ন্তী উৎসব বয়কট করার হুমকি দিল বিরোধী কংগ্রেস। একই সঙ্গে লাগাতার আন্দোলনের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। আজ নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়। নাগাল্যান্ড নির্বাচনের আগে আসাম রাইফেল্সের তল্লাশিতে নংসা চেকপোস্টে ধরা পড়েছিলেন ইমকং। তাঁর গাড়ি থেকে এক কোটি ১০ লক্ষ টাকা ও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এমন অপরাধ করেও প্রার্থীপদ বাতিল হওয়া তো দূরের কথা, নির্বিঘ্নে জামিন পেয়ে ভোটে প্রচারও চালান ইমচেন। পরে মন্ত্রীও হয়েছেন তিনি। সম্প্রতি ওই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তার পরেই তাঁকে সরানোর দাবিতে রাজ্যপাল অশ্বিনী কুমার ও মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও-র কাছে স্মারকলিপি দিয়েছে কংগ্রেস।

ক্যাম্পা কোলা আবাসন ভাঙায় স্থগিতাদেশ
বেআইনি নির্মাণের দায়ে মুম্বইয়ের দু’দশকের পুরনো ক্যাম্পা কোলা সোসাইটির সাতটি বহুতল আবাসন ভেঙে ফেলার নির্দেশে শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তাই আপাতত বাড়ি খালি করার জন্য আরও সাত মাস সময় পেলেন আবাসিকরা। এই খবর পাওয়ার পরেই আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা। মঙ্গলবার আবাসিকরা কমপ্লেক্সের দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের। বুধবার কমপ্লেক্সের দরজা বুলডোজার দিয়ে ভেঙে ঢোকেন তাঁরা। তার কিছু ক্ষণ পরেই আসে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। এই মামলায় সওয়াল করেন অ্যাটর্নি-জেনারেল জি ই বাহনবতীও। তিনি বলেন, “কেবল স্থগিতাদেশ দিলে কাজ হবে না। সমস্যার স্থায়ী সমাধান চাই।” সে কথা মেনে নিয়ে বেঞ্চ বাহনবতীকে স্থায়ী সমাধানের রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে।

লতার খেতাব ফেরানোর দাবি, বিতর্ক
লতা মঙ্গেশকরের ভারতরত্ন খেতাব কেড়ে নেওয়া উচিত দাবি করলেন মুম্বই কংগ্রেসের প্রধান জনার্দন চন্দুরকর। তাঁর অভিযোগ, লতা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন। এ মাসের গোড়ায় পুণেতে লতার বাবা দীননাথ মঙ্গেশকরের নামে একটি হাসপাতাল উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে লতা বলেছিলেন, “মোদী আমার ভাইয়ের মতো। আমরা সবাই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।” কংগ্রেস নেতা চন্দুরকরের ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। নানা মহলে সমালোচনা শুরু হওয়ায় তড়িঘড়ি দুঃখপ্রকাশ করে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে বলেন, “চন্দুরকরের মন্তব্য দুঃখজনক। লতা মঙ্গেশকরের মতো শিল্পীকে আমরা সবাই সম্মান করি। এই ধরনের মন্তব্য কখনওই মেনে নেওয়া যায় না।”

পোস্টারে কেন সেনাপ্রধান
মধ্যপ্রদেশে বিজেপির নির্বাচনী পোস্টারে সেনাপ্রধান বিক্রম সিংহের ছবির বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে প্রতিরক্ষা মন্ত্রক। কোনও রাজনৈতিক দলের পোস্টারে সেনার কোনও সদস্যের ছবি থাকুক, সেনাবাহিনী তা কখনও চায় না। সেনাবাহিনীর তরফে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার বিষয়ে অনুরোধ পেয়েই প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বিষয়টি কমিশনকে জানানো হবে। যে ছবি ঘিরে বিতর্ক তাতে দেখা যাচ্ছে, জম্মুতে কয়েক জন শহিদকে স্যালুট করছেন জেনারেল বিক্রম সিংহ, তাঁর সঙ্গে রয়েছেন আরও দু’জন অফিসার। কংগ্রেস অভিযোগ তুলেছে সেনাপ্রধানের ছবির অপব্যবহার করেছে বিজেপি।

জঙ্গি হানায় হত এমপিপি নেতা
অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় মারা গেলেন মণিপুর পিপল্স পার্টি (এমপিপি)-র সহ-সভাপতি হাওবিজাম মণিসানা (৬৩)। বুধবার ইম্ফল থেকে তিন কিলোমিটার দূরে, চাংগাংগেই উচেকন এলাকায় তাঁর গাড়ির উপরে হামলা চালায় জঙ্গিরা। পুলিশ জানায়, দুষ্কৃতিরা তাঁকে কিছুক্ষণ ধরেই অনুসরণ করছিল। এর পর পাশ কাটাবার সময় স্বয়ংক্রিয় অস্ত্র থেকে মণিসানাকে লক্ষ্য করে নাগাড়ে গুলি চালানো হয়। গাড়ির ভিতরেই তাঁর মৃত্যু হয়। মণিসানার ছেলে সানাইয়ামা সিংহ জানান, সকালে বিষ্ণুপুরের বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশে মণিসানা বের হন। পুলিশের সন্দেহ, এটি কোনও জঙ্গি সংগঠনের কাজ।

দুর্ঘটনায় মৃত ৩
ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে সরাইঘাট সেতুতে। পুলিশ জানায়, গুয়াহাটির সরাইঘাট সেতুর পাহারার দায়িত্বে থাকা অসম পুলিশ ব্যাটেলিয়নের ল্যান্সনায়েক ধনেশ্বর নাথ বুধবার ভোরে কুয়াশার মধ্যে রেল লাইন পার হচ্ছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বঙাইগাঁওয়ের বাসিন্দা ধনেশ্বরের মৃত্যু হয়। শোণিতপুরের গোহপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে অন্য একটি ট্রাক ধাক্কা মারায় ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.