নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার। বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের উদ্যোগে উত্তরায়ণের বিচিত্রা কক্ষে ‘রবীন্দ্রনাথ এবং সুচি শিল্প কাঁথা’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, জওহরলাল নেহেরুর ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে সারা বছর ধরে নানা অনুষ্ঠান হবে। তার সূচনা হবে আজ। পাঠ ভবনের পড়ুয়ারা উদয়ন বাড়ির সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এই প্রদর্শনীর পাশাপাশি একটি আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করেছেন রবীন্দ্রভবন কর্তৃপক্ষ। গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায় নোবেল প্রাপ্তির শতবর্ষের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন শান্তিনিকেতনে। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন। তারই অঙ্গ হিসেবে এই রকম একটি প্রদর্শনী ও আলোচনার আয়োজন করা হয়েছে।”
|
পৌষ মেলায় স্টল বুকিং, বিলি এবং বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে কয়েকটি ব্যবস্থা নিচ্ছে মেলা কর্তৃপক্ষ। এ বার হাতে লেখা রসিদের পরিবর্তে কম্পিউটার বিল দেওয়া হবে স্টল মালিকদের। বিদ্যুৎ ব্যবহারে কারচুপি আটকাতে এবং স্টল মালিকদের অযথা হেনস্থা বন্ধ করতে বুকিংয়ের সময়ে নেওয়া হবে সংযোগ অনুযায়ী টাকা। বেনিয়ম হলে জরিমানার পাশাপাশি ওই স্টলদাতাদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ। বিশ্বভারতী কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক, অধ্যাপিকা অরুণা মুখোপাধ্যায় ও সৌগত সামন্ত বলেন, “শান্তিনিকেতন ট্রাস্ট এবং কর্মী পরিষদের বৈঠকে স্টল বুকিং, বিলি, বিদ্যুৎ সংযোগ-সহ স্টলদাতাদের বেশ কিছু বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সৌগতবাবু জানান, এ বারও স্টল বুকিংয়ের জন্য পরিচয় পত্র, ছবি-সহ প্রয়োজনীয় নথি আনতে হবে। স্টল বুকিং শুরু হচ্ছে ২৫ নভেম্বর থেকে।
|
বীরভূম জেলা বইমেলা এ বার রামপুরহাটে হবে। আগামী বছরের ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে রামপুরহাট হাইস্কুল মাঠে। বুধবার রামপুরহাট মহকুমাশাসকের সঙ্গে বইমেলা নিয়ে প্রাথমিক পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলার ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল শিক্ষাসেলের নেতা তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সুমন্তবাবু জানান, এ বারে ৭২টি স্টল করা হবে। কোনও প্রবেশ মূল্য থাকবে না। মেলা চলাকালীন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হবে।
|
একশো দিন প্রকল্পে কাজ করে সময় মতো মজুরি মেলেনি। এর প্রতিবাদে বুধবার মহম্মদবাজার পঞ্চায়েতের সদস্যার স্বামীকে কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখালেন দিনমজুররা। পরে প্রধানের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। প্রধান লক্ষ্মণ মাহারা বলেন, “মাস্টার রোল পাওয়ার সঙ্গে সঙ্গে মজুরিও ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত পোস্ট অফিসে কিছু সমস্যা হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি।” |