৮৪ ঘণ্টার হরতাল শেষ, নিজামির রায় যে কোনও দিন
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে বিএনপি-জামাতে ইসলামির ডাকা ৮৪ ঘণ্টার হরতাল বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে। পেট্রোল বোমা ও বারুদ দিয়ে যাত্রিবাহী বাস ও গাড়ি পুড়িয়ে দেওয়ার অন্তত ৯টি ঘটনায় এই চার দিনে প্রায় ৫০ মানুষ মারাত্মক জখম হয়েছেন। বোমাবাজি ও সংঘর্ষে মারা গিয়েছেন ২ জন। লালমণির হাটে হরতালকারীরা লাইনের পাত খুলে রাখায় বড় দুর্ঘটনায় পড়েছে একটি যাত্রিবাহী ট্রেন। এ সবের মধ্যেই জামাতে ইসলামির আমির ও আগের খালেদা জিয়া সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামির বিরুদ্ধে গণহত্যা ও মানবতা-বিরোধী মামলার বিচার কাজ বুধবার শেষ করেছে আন্তর্জাতিক আদালত। রায় বেরোবে যে কোনও দিন। হরতালে নাশকতার যাবতীয় ঘটনার জন্য বিএনপি অবশ্য সরকারকেই দায়ী করেছে। এর পরে বিরোধীদের লাগাতার হরতালে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কিছু ব্যবস্থা নিচ্ছে সরকার। তার অন্যতম যাত্রিবাহী ট্রেনে মালগাড়ির কামরা জুড়ে চালানো।
পুরনো খবর: ঢিলেঢালা হরতাল, ভোটবাদ্যি হাসিনার
|
চাল লুঠ করতে গিয়ে মৃত ৮
সংবাদ সংস্থা • ম্যানিলা |
হাইয়ানে গুঁড়িয়ে যাওয়া ফিলিপিন্সের পাশে দাঁড়াতে সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ। কিন্তু হাজার হাজার ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া গেল না পাঁচ দিন পরও। কারণ, দ্বীপরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। ফলে খাবার নিয়ে হাতাহাতি, লুঠপাটের চেনা ছবিটা ফিরল আজ সকাল হতেই। লেইতের এক সরকারি চাল কলে আজ হামলা চালায় কিছু মানুষ। অন্য একটি চাল কলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে আট হানাদারের। |