জয়ী কাশিয়াড়া উচ্চ বিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আব্দুর রশিদ ও বরুণ পাল স্মৃতি স্কুল ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছে রাইপুর কাশিয়াড়া উচ্চ বিদ্যালয়। তারা ফাইনালে বড়শূল সিডিপি হাইস্কুলকে ৩-১ গোলে হারিয়েছে। জয়ী দলের পক্ষে গোল করেন কার্তিক মান্ডি(২) ও অয়ন চট্টোপাধ্যায়। বড়শূলের হয়ে ব্যবধান কমান অনিল মান্ডি। ফাইনালে খেলা মোট পাঁচ ফুটবলারকে প্রতিযোগিতার সেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে। এঁরা হলেন, কার্তিক মান্ডি, দীপক মান্ডি, সুশান্ত হেমব্রম, বিন্দু সরেন ও পরিমল টুডু।
|
হারল সুড্ডো
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কেতুগ্রামের রসুই তরুণ সঙ্ঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ভাতার একাদশ। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে তারা ৩-১ গোলে হারিয়ে দেয় কাটোয়ার সুড্ডোকে। ভাতারের হয়ে গোলগুলি করেন শিবু টুডু(২) ও সুজিত দাস। সুড্ডোর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ওই দলের গোলকিপার অনুপ বন্দ্যোপাধ্যায়।
|
জয়ী দিপালী
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা মহকুমা ফুটবল লিগে বুধবারের খেলায় জিতল শহরের দীপালি সঙ্ঘ। অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা ২-০ গোলে পূর্বসাতগাছিয়ার সরস্বতী সঙ্ঘকে হারায়।
|
বর্ধমানের স্পন্দন মাঠে চলছে ফুটবল প্রতিযোগিতা। |
|